Vijay Hazare Trophy 2025: বিজয় হাজারে ট্রফিতে বিশ্বরেকর্ড। বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেছেন বৈভব সূর্যবংশী (vaibhav suryavanshi vijay hazare team 2025)। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এই ম্যাচে এবার বিশ্বরেকর্ড করলেন ১৪ বছরের এই তরুণ ব্যাটার (vijay hazare trophy 2025-26)।
রাঁচিতে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথমে ব্যাট করতে নেমেছে বিহার। আর সেই ইনিংসেই রীতিমতো দাপট দেখিয়েছেন বৈভব। তাঁর ইনিংসে রয়েছে ১৬টি চার এবং ১৫টি ছয়। একটা সময়, অরুণাচলের বোলারেদের কার্যত, দিশেহারা দেখাচ্ছিল।
ঘরোয়া একদিনের ক্রিকেটে বৈভব সূর্যবংশী কনিষ্ঠতম ব্যাটার হিসেবে শতরান করার বিশ্বরেকর্ড গড়লেন। মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে, এই নজির গড়লেন তরুণ ভারতীয় ব্যাটার। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও শতরানের ইনিংস ছিল না বৈভবের। তবে বিহারের হয়ে ৩৬ বলে শতরান পূর্ণ করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম শতরান।
আর এই অসাধারণ ইনুংসের সুবাদেই দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন বৈভব। তিনি ১৫০ রান করেন মাত্র ৫৪ বলে। ডিভিলিয়ার্সের ৬৪ বলে ১৫০ রান এই তালিকায় এতদিন পর্যন্ত, শীর্ষে ছিল।
গত ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন ডিভিলিয়ার্স। কিন্তু সেই রেকর্ড এবার ভেঙে দিলেন ভারতের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী।
বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফিতে বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শেষ করেই বিজয় হাজারে ট্রফি খেলতে নেমে পড়েছেন বৈভব সূর্যবংশী। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের এই ম্যাচে এবার বিশ্বরেকর্ড করলেন ১৪ বছরের তরুণ ব্যাটার।
নয়া মাইলফলক স্পর্শ করলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন তিনি। দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড করেছেন বৈভব। তিনি ১৫০ রান করেন মাত্র ৫৪ বলে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।