Vijay Hazare Trophy 2026: শক্তিশালী কর্ণাটককে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ

Published : Jan 15, 2026, 11:18 PM IST
Vijay Hazare Trophy 2026: শক্তিশালী কর্ণাটককে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ

সংক্ষিপ্ত

Vijay Hazare Trophy 2026: বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে শক্তিশালী কর্ণাটককে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ।

Vijay Hazare Trophy 2026: বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটককে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ (vijay hazare trophy 2025)। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই ম্যাচে, ৬ উইকেটে জয় পেয়েছে তারা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে, কর্ণাটক তোলে ২৮১ রান। করুণ নায়ার করেন ৭৬ রান এবং কৃষ্ণান শ্রীজিথের সংগ্রহে ৫৪ রান। দুই ব্যাটারই কার্যত, দুর্দান্ত পারফর্ম করেন এই ম্যাচে (karnataka vs vidarbha)। 

বিজয় হাজারে ট্রফির ফাইনালে বিদর্ভ

বিদর্ভের হয়ে দর্শন নালকাণ্ডে ৫টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বিদর্ভ ৪৬.২ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। আমান মোখাদ ১৩৮ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। তাঁর দুর্দান্ত সেঞ্চুরির সুবাদেই বিদর্ভ সহজ জয় ছিনিয়ে নেয়। রবিকুমার সমর্থ শেষপর্যন্ত, ৭৬ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাট করতে নেমে, শুরুতেই অথর্ব তাইডের উইকেট হারায় বিদর্ভ। তাঁর সংগ্রহে মাত্র ৪ রান। এরপর মোখাদে-ধ্রুব শোরে (৪৭) জুটি ৯৮ রান যোগ করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। 

শোরেকে আউট করে কর্ণাটককে ব্রেকথ্রু এনে দেন অভিলাষ শেঠি। কিন্তু মোখাদে-সমর্থ জুটির ১৪৭ রানের পার্টনারশিপ বিদর্ভকে ফের জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। মোখাদে এবং পরে ব্যাট করতে নামা রোহিত বিঙ্কার (১১) আউট হলেও, বিদর্ভ ৪৭তম ওভারে, খুব সহজেই জয় তুলে নেয়। সমর্থের সঙ্গে হর্ষ দুবে (০) অপরাজিত থাকেন।

আমান মোখাদের ১৩৮ রানের অসাধারণ ইনিংস

এদিন অবশ্য কর্ণাটকের শুরুটা একদমই ভালো ছিল না। মাত্র ২০ রানের মধ্যে ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (৯) এবং দেবদত্ত পাডিক্কাল (৪) এর উইকেট হারায় তারা। চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা দেবদত্তের আউট হওয়া কর্ণাটকের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা ছিল। এরপর করুণ-ধ্রুব প্রভাকর (২৮) জুটি ৫৪ রান যোগ করেন। 

ম্যাচের ১৭তম ওভারের শেষ বলে, ধ্রুব আউট হলেও এই জুটি কর্ণাটককে কিছুটা স্বস্তি এনে দেয়। তবে এরপরই কর্ণাটক ইনিংসের মেরুদণ্ড হয়ে ওঠা পার্টনারশিপটি গড়ে ওঠে। করুণ-শ্রীজিথ জুটি ৯৭ বলে ১১৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। ম্যাচের ৩৪তম ওভারে, করুণকে ফিরিয়ে দিয়ে বিদর্ভকে ব্রেকথ্রু এনে দেন নালকাণ্ডে। এই ম্যাচে, ৯০ বল খেলে করুণ একটি ছয় এবং ৮টি চার মারেন। 

খুব তাড়াতাড়ি শ্রীজিথও প্যাভিলিয়নে ফিরে যান। এরপর শ্রেয়স গোপাল (৩৬) এবং অভিনব মনোহর (২৬) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তারা আউট হওয়ার পর বিজয়কুমার বৈশাখ (১৭) স্কোর বাড়াতে সাহায্য করেন। 

তবে তারপরেও জয় পায়নি তারা। জবাবে ব্যাট করতে নেমে বিদর্ভ ৪৬.২ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bangladesh Cricket: ক্রিকেটারদের দাবি মানতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দায়িত্ব থেকে সরানো হল নাজমুলকে
IND vs USA U19: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ভারতের, ৬ উইকেটে আমেরিকার পরাজয়