IND vs USA U19: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ভারতের, ৬ উইকেটে আমেরিকার পরাজয়

Published : Jan 15, 2026, 09:13 PM IST
IND vs USA U19

সংক্ষিপ্ত

IND vs USA U19: আমেরিকাকে ৬ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচ জিতে নিল ভারত। ম্যাচের সেরা হেনিল প্যাটেল। যদিও সেটা এসেছে ডার্কওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে।

IND vs USA U19: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত। যদিও সেটা এসেছে ডার্কওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে। তবু প্রথম ম্যাচে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে টিম ইন্ডিয়ার।  

৬ উইকেটে ভারতের জয়

জিম্বাবোয়ের অন্তর্গত বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বৃহস্পতিবার, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম আমেরিকা। এদিনের গোটা ম্যাচটিই ছিল বৃষ্টিবিঘ্নিত। টসে জিতে এই ম্যাচে, বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া।  

আর ব্যাট করতে নেমে, মাত্র ৩৫.২ ওভারেই ১০৭ রানে অলআউট হয়ে যায় আমেরিকা। ওপেনার অমরিন্দর গিল আউট হন মাত্র ১ রানে। এরপর নেমে সাহিল গর্গ এবং দলের উইকেটকিপার-ব্যাটার অর্জুন মহেশ দুজনেই ১৬ রান করে জফ করেন স্কোরবোর্ডে। 

ব্যর্থ আমেরিকার ব্যাটিং লাইন-আপ

তবে অধিনায়ক উৎকর্ষ শ্রীবাস্তব কার্যত, খালি হাতে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। অদনিত ঝাম্ব করেন ১৮ রান, আমোঘ আরেপাল্লির সংগ্রহে ৩ রান এবং অদিত কাপ্পার ঝুলিতে ৫ রান। তবে তারই মাঝে নীতিশ সুদিনি কিছুটা লড়াই করেন। তিনি করেন ৩৬ রান। 

এছাড়া সাবরিশ প্রসাদ করেন ৭ রান। তবে ঋষভ শিম্পি এবং ঋত্বিক আপ্পিডি কোনও রান পাননি। মাত্র ৩৫.২ ওভারে, আমেরিকার ইনিংস শেষ হয়ে  ১০৭ রানে। ভারতের হয়ে দাপুটে বোলিং করেন হেনিল প্যাটেল। তিনি একাই নেন ৫ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন, আরএস অম্বরিশ, খিলান প্যাটেল এবং বৈভব সূর্যবংশী। 

জবাবে ব্যাট করতে নেমে, খুব একটা বিপাকে পড়তে হয়নি ভারতকে। কারণ, বৃষ্টির জেরে ম্যাচ বিঘ্নিত হওয়ায় ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ৩৭ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচকে এবং ডার্কওয়ার্থ লুইস নিয়ম মেনে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৯৬ রান। 

ম্যাচের সেরা হেনিল প্যাটেল

সেই টার্গেটে খুব সহজেই পৌঁছে যায় টিম ইন্ডিয়া। মাত্র ১৭.২ ওভারে, ৪ উইকেট হারিয়েই ৯৯ রানে পৌঁছে যায় ভারত। অধিনায়ক আয়ুষ মাত্রে করেন ১৯ রান, বৈভব সূর্যবংশীর ঝুলিতে মাত্র ২ রান। এদিনও ব্যর্থ হন এই তরুণ ব্যাটার। 

অন্যদিকে, বেদান্ত ত্রিবেদীও মাত্র ২ রান আউট হন। সেইসঙ্গে, ভিহান মালহোত্রা করেন মাত্র ১৮ রান। তবে দলের উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডুর অপরাজিত ৪২ রান এবং কনিষ্ক চৌহানর অপরাজিত ১০ রানের সুবাদে খুব সহজেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত। 

আমেরিকাকে ৬ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচ জিতে নিল ভারত। ম্যাচের সেরা হেনিল প্যাটেল। 

দুই দলের প্রথম একাদশ 

ভারতঃ আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, ভিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার-ব্যাটার), হরবংশ পাঙ্গালিয়া, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, খিলান প্যাটেল

আমেরিকাঃ সাহিল গর্গ, অমরিন্দর গিল, অর্জুন মহেশ (উইকেটকিপার-ব্যাটার), উৎকর্ষ শ্রীবাস্তব (অধিনায়ক), ঋত্বিক আপ্পিডি, আদনিত ঝাম্ব, আমোঘ আরেপাল্লি, নীতীশ সুদিনী, সবিশ প্রসাদ, অদিত কাপ্পা, ঋষভ শিম্পি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে সুপারস্টার হয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা
Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ বয়কটের ডাক দিলেন ক্রিকেটাররা! টস করতে এলেন শুধু রেফারি