India Vs Afghanistan: ইন্দোরে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে পোহা নিয়ে মেতে ভারতীয় ক্রিকেটাররা, ভাইরাল ভিডিও

Published : Jan 13, 2024, 04:47 PM ISTUpdated : Jan 13, 2024, 06:27 PM IST
India vs Afghanistan

সংক্ষিপ্ত

আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ ভারতীয় ক্রিকেটারদের কাছে খুব একটা কঠিন নয়। প্রথম ম্যাচে সহজ জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। দলে ফুরফুরে মেজাজ দেখা যাচ্ছে।

ভারতের প্রতিটি শহরের আলাদা চরিত্র আছে। প্রতিটি শহরের রূপ, রং, রস আলাদা। ক্রিকেটারদের সারা দেশেই ঘুরে বেড়াতে হয়। সেই কারণে তাঁরা দেশের সব শহরের আকর্ষণীয় বিষয়গুলির সঙ্গে পরিচিত। ইন্দোরের ভালো-মন্দও জানেন ক্রিকেটাররা। রবিবার হোলকার ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামার আগে ইন্দোরের আকর্ষণীয় বস্তুগুলি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা। কুলদীপ যাদব, রোহিত শর্মাদের মুখে উঠে আসছে পোহা, সরাফা বাজার, ইন্দোরের বাসিন্দাদের রসবোধের কথা। ভারতীয় দলের পেসার আবেশ খান ইন্দোরের ছেলে। তিনি নিজের শহরে সতীর্থদের স্বাগত জানিয়েছেন। সবমিলিয়ে রবিবারের ম্যাচের আগে ভারতীয় দলে 'ফিল গুড' পরিবেশ।

ইন্দোরে খোশমেজাজে ভারতীয় ক্রিকেটাররা

শনিবার ইন্দোরে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানান স্থানীয় ক্রিকেটপ্রেমীরা। রোহিত, শুবমান গিলদের একপলক দেখার জন্য ভিড় জমান বহু ক্রিকেটপ্রেমী। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছনোর পরেও উষ্ণ অভ্যর্থনা পান ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের স্বাগত জানান হোটেলের কর্মীরা। ইন্দোরের আবহাওয়াও ক্রিকেটারদের খুশি হওয়ার মতোই। মোহালিতে প্রচণ্ড ঠান্ডায় তাঁদের সমস্যায় পড়তে হয়েছিল। বল ধরতে সমস্যা হচ্ছিল। কেউই পকেট থেকে হাত বের করতে চাইছিলেন না। ইন্দোরের তাপমাত্রা কিছুটা উষ্ণ। ফলে স্বস্তিতে আছেন ক্রিকেটাররা। এখানে বল গ্রিপ করতে কষ্ট হচ্ছে না। 

 

ইন্দোরে পৌঁছে গিয়েছেন বিরাট

শনিবার সকালেই মুম্বই থেকে ইন্দোরের উড়ান ধরেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে মোহালিতে খেলতে পারেননি বিরাট। তবে ইন্দোরে খেলার জন্য তৈরি এই তারকা। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালের পর প্রথমবার এই ফর্ম্যাটে খেলতে নামছেন বিরাট। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর একমাত্র শতরান আফগানিস্তানের বিরুদ্ধেই। ফলে ইন্দোরে ভালো ব্যাটিং করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিরাট। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই ব্যাটার। সেই ফর্ম ধরে রাখাই তাঁর লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: রবিবার ইন্দোরে দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলছেন, দলে যোগ বিরাট কোহলির

Shivam Dube: 'ধোনির কাছ থেকেই ম্যাচ জেতানো শিখেছি,' জানালেন শিবম দুবে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে