Pakistan Cricket Team: 'বুঝতে পারছেন না কী করবেন, দলে ঐক্য নেই,' পাক সাংবাদিকের নিশানায় শাহিন আফ্রিদি, ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

২০২৩ সালের এশিয়া কাপ থেকে পাকিস্তানের ব্যর্থতা চলছে। অধিনায়ক বদল করেও কোনও লাভ হয়নি। টেস্টের পর টি-২০ ফর্ম্যাটেও হেরেই চলেছে পাকিস্তান।

পাকিস্তান দলে নিজেদের মধ্যে ঝামেলা নতুন কিছু নয়। ফের একই ঘটনা দেখা যাচ্ছে। বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পর পাকিস্তান ক্রিকেটের ছন্নছাড়া দশা প্রকট হয়ে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যকলাপ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে পাকিস্তানের হারের পর দল নিয়ে তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ইজাজ বখরি। তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই সাংবাদিক বলেছেন, ‘পাকিস্তান দলে কোনও ঐক্য নেই। আমি মাঠে বসে এটা দেখতে পাচ্ছি। দলকে দেখে ছন্নছাড়া মনে হচ্ছে। ওভার শেষ হওয়ার পর দলের সবার মধ্যে গা ছাড়া মনোভাব দেখা যাচ্ছে। কারও মধ্যে হেলদোল দেখা যাচ্ছে না। টেলিভিশনে যাঁরা ম্যাচ দেখছেন তাঁরা এটা বুঝতে পারছেন না। কারণ, সেই সময় বিজ্ঞাপন দেখানো হচ্ছে।’

পাক সাংবাদিকের নিশানায় শাহিন শাহ আফ্রিদি

Latest Videos

টি-২০ ফর্ম্যাটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সমালোচনা করে ইজাজ বলেছেন, ‘শাহিন আফ্রিদি একা হয়ে পড়েছেন। উনি কারও সঙ্গে কথা বলছেন না, কারও কাছ থেকে পরামর্শ নিচ্ছেন না। দলের বোলাররা মার খাচ্ছেন, ঠিকমতো লেংথে বল রাখতে পারছেন না। সেই পরিস্থিতিতে কারও সঙ্গে কথা বলছেন না অধিনায়ক। তিনি অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেললেন। ভুল-ত্রুটি হতেই পারে। কিন্তু তিনি বাবর আজমকে কেন ডিপ মিড অনে ফিল্ডিং করতে পাঠিয়ে দিয়েছেন? পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর। তাঁর নেতৃত্বে টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান। বাবরের সঙ্গে কথা বলতে পারতেন শাহিন। ফকর জামানও অভিজ্ঞ ক্রিকেটার। মহম্মদ রিজওয়ানকে দেখছিলাম দৌড়ঝাঁপ করছেন, বোলারদের সঙ্গে কথা বলছিলেন, ফিল্ডারদের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু শাহিনকে দেখে মনে হচ্ছিল ঘাবড়ে গিয়েছেন, মানসিকভাবে বিধ্বস্ত। সবচেয়ে বড় কথা হল, তাঁকে দেখে মনে হচ্ছে দলের মধ্যে একা হয়ে গিয়েছেন।’

 

 

পিসিবি-র কার্যকলাপ নিয়ে প্রশ্ন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফকে তোপ দেগে ইজাজ বলেছেন, 'এই পাকিস্তান দল আমার কাছে অচেনা। জাকা আশরফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের মাথায় আসার পর থেকে কী করেছেন জানি না। কোচিং স্টাফ বদল করেছেন, অধিনায়ক বদল করেছেন, প্রধান নির্বাচক বদল করেছেন, খেলোয়াড় বদল করেছেন। কিন্তু তারপরেও পারফরম্যান্সে কোনও পার্থক্য দেখা যাচ্ছে না। খেলোয়াড়রা মানসিক চাপ বা আতঙ্কে আছেন কি না বুঝতে পারছি না।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

New Zealand Vs Pakistan: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৪৬ রানে হার, পাকিস্তানের ব্যর্থতা অব্যাহত

India Vs Pakistan: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবে? পিসিবি চেয়ারম্যানের মন্তব্যে জল্পনা

David Teeger: ইজরায়েলকে সমর্থন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে অধিনায়ককে সরিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill