India Vs England: বিরাটের জার্সি পরে মাঠে ঢুকে রোহিতকে প্রণাম ক্রিকেটপ্রেমীর, ভাইরাল ভিডিও

হায়দরাবাদ টেস্ট ম্যাচের প্রথম দিন ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। কিন্তু এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার চরম রূপ দেখা গেল। ফলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

ইন্দোরে ভারত-আফগানিস্তানের টি-২০ ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ে বিরাট কোহলিকে আলিঙ্গন করেছিলেন এক যুবক। এবার হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন একই ঘটনা দেখা গেল। ব্যক্তিগত কারণে এই ম্যাচে খেলছেন না বিরাট। তবে তাঁর জার্সি পরে এক ব্যক্তি মাঠে ঢুকে পড়ে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। এরপর রোহিতকে আলিঙ্গনও করেন এই ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে তাঁকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। বারবার এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেরই মতে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলাকালীন নিরাপত্তা জোরদার করা উচিত।

বারবার ক্রিকেট মাঠে অনুপ্রবেশ

Latest Videos

দেশে-বিদেশে সম্প্রতি একাধিকবার ক্রিকেট মাঠে দর্শকদের ঢুকে পড়ার ঘটনা দেখা গিয়েছে। ওডিআই বিশ্বকাপের সময়ও মাঠে ঢুকে পড়েছিলেন এক কুখ্যাত ইউটিউবার। তারপরেও একাধিকবার এই ঘটনা দেখা গেল। ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কোনও দুষ্কৃতী ক্রিকেটপ্রেমীর ছদ্মবেশে মাঠে ঢুকে পড়ে ক্রিকেটারদের আক্রমণ করতে পারে। সেই কারণে নিরাপত্তারক্ষীদের সতর্ক থাকা উচিত।

 

 

হায়দরাবাদ টেস্টে ভালো জায়গায় ভারত

হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে ভালো জায়গায় ভারতীয় দল। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরার দাপটে ২৪৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অশ্বিন ও জাদেজা ৩ উইকেট করে নেন। অক্ষর ও বুমরা ২ উইকেট করে নেন। দিনের শেষে ভারতীয় দল ১ উইকেটে ১১৯ রান করেছে। ৭০ বলে ৭৬ রান করে অপরাজিত ওপেনার যশস্বী জয়সোয়াল। তিনি ৯টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মেরেছেন। ১৪ রান করে অপরাজিত শুবমান গিল। ২৪ রান করে আউট হয়ে গিয়েছেন রোহিত।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: ২০২৩ সালে আইসিসি বর্ষসেরা ওডিআই ক্রিকেটার বিরাট কোহলি

India Vs England: যশস্বীর অসাধারণ ইনিংস, ইংল্যান্ডের বিরুদ্ধে বড় স্কোরের পথে ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report