Virat Kohli: 'আমাকে রাজা বোলো না,' আরসিবি সমর্থকদের আর্জি বিরাট কোহলির, ভাইরাল ভিডিও

Published : Mar 20, 2024, 03:02 PM ISTUpdated : Mar 20, 2024, 03:34 PM IST
Virat Kohli after the IPL record century

সংক্ষিপ্ত

আইপিএল-এর অন্যতম সফল ক্রিকেটার বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকদের কাছে এই তারকার জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁকে ঘিরে প্রতিবারই গণ উন্মাদনা দেখা যায়।

বিরাট কোহলিকে অনুরাগীরা 'কিং কোহলি' বলে ডাকেন। মঙ্গলবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি আনবক্স ইভেন্টেও বিরাটকে দেখে 'কিং কোহলি' বলে চিৎকার শুরু করেন অনুরাগীরা। তাঁদের থামানোর চেষ্টা করেন বিরাট। তিনি বলেন, তাঁকে 'কিং' বলে ডাকলে বিড়ম্বনায় পড়েন। তাঁকে শুধু বিরাট বলে ডাকলেই খুশি হবেন। বিরাটের অনুরাগীরা অবশ্য এই আর্জিতে সাড়া দেবেন কি না সে বিষয়ে সংশয় রয়েছে। আইপিএল-এর ইতিহাসে অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট। অসাধারণ সাফল্য পেয়েছেন আরসিবি তারকা। তিনি এবারও ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন। আরসিবি সমর্থকদের আশা, দলকে সাফল্য এনে দিতে পারবেন বিরাট।

রাজা সম্বোধনে অস্বস্তিতে বিরাট

মঙ্গলবার আরসিবি আনবক্স ইভেন্টের উপস্থাপক ছিলেন দানিশ সেট। তিনি বিরাটকে বলেন, 'কেমন অনুভূতি হচ্ছে কিং?' জবাবে বিরাট বলেন, ‘প্রত্যাবর্তনের পর খুব ভালো লাগছে। তবে আমাকে কিং বলা বন্ধ করতে হবে। আমাকে কিং বললে বিড়ম্বনা মনে হয়। আমার প্রচণ্ড বিড়ম্বনা হয়। আমাকে শুধু বিরাট বলে ডাকুন।’

 

 

নতুন নামে আইপিএল-এ আরসিবি

এত বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামে আইপিএল-এ খেলছিলেন বিরাটরা। ১০ বছর আগে শহরের নাম বদলে গেলেও, এতদিন আইপিএল ফ্র্যাঞ্চাইজির নাম বদল করা হয়নি। তবে মঙ্গলবার আরসিবি আনবক্স ইভেন্টে বিরাটদের দলের নতুন নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন জার্সি পরে এবারের আইপিএল-এ খেলবেন আরসিবি ক্রিকেটাররা। শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে আরসিবি। এই ম্যাচের জন্য প্রস্তুতিতে ব্যস্ত বিরাটরা। প্রথম ম্যাচ জিতে ভালোভাবে আইপিএল অভিযান শুরু করাই আরসিবি-র লক্ষ্য। সমর্থকদের আশা, প্রথম ম্যাচ থেকেই ভালো পারফরম্যান্স দেখাবেন বিরাট

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Suryakumar Yadav: এখনও পেলেন না ফিটনেস সার্টিফিকেট, আইপিএল-এ খেলতে পারবেন সূর্যকুমার?

IPL 2024: ১৬ বছর পর নাম পরিবর্তন, বিরাট কোহলির দল এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Virat Kohli: চোখের উপর কাটা দাগ, আইপিএল-এর আগে নতুন হেয়ারস্টাইল বিরাট কোহলির

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত