সংক্ষিপ্ত

২০২২ সালে টি-২০ বিশ্বকাপের পর কড়া ব্যবস্থা নিয়েছিল বিসিসিআই। এবার দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর একইরকম কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভারতের টেস্ট, ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলির আন্তর্জাতিক কেরিয়ার কি শেষের পথে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এই দুই ব্যাটার যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। গত ১০ ইনিংসে মাত্র ১৩৩ রান করেছেন রোহিত। সমসংখ্যক ইনিংস খেলে বিরাট করেছেন ১৯২ রান। চলতি বছরে দেশের মাটিতে ৫ টেস্ট ম্যাচ খেলে একটি করে অর্ধশতরান করেছেন রোহিত ও বিরাট। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে হারের পর দলের ব্যর্থতার দায় নিয়েছেন রোহিত। তিনি স্বীকার করেছেন, এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।

লজ্জাজনক ব্যর্থতা রোহিতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬ ইনিংস খেলে মাত্র ৯১ রান করেছেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্ট ম্যাচে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং প্রশংসিত হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একইরকম ব্যাটিং করার চেষ্টা করেন ভারতের অধিনায়ক। কিন্তু তিনি ৬ ইনিংসেই ব্যর্থ হয়েছেন। নতুন বলে নিউজিল্যান্ডের পেসারদের সামাল দিতে পারেননি রোহিত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট জিততে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের দরকার ছিল মাত্র ১৪৭ রান। এই অবস্থায় অধিনায়কের কাছ থেকে দায়িত্ববান ইনিংসের আশায় ছিল দল। কিন্তু ১১ বলে ১১ রান করে ম্যাট হেনরির শর্ট বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে যান রোহিত

স্পিনারদের সামনে অসহায় বিরাট

চলতি বছরে ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট। তিনি ২২.৭২ গড়ে মাত্র ২৫০ রান করেছেন। ২০২০ সাল থেকে টেস্ট ম্যাচে স্পিনারদের বোলিং ভালোভাবে সামাল দিতে পারছেন না বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে স্পিনারদের বিরুদ্ধে তাঁর ব্যর্থতা প্রকট হয়ে গিয়েছে। বিশেষ করে বাঁ হাতি স্পিনারদের সামনে বিরাটকে অসহায় দেখাচ্ছে। ২০২০ থেকে এখনও পর্যন্ত ১২ বার বাঁ হাতি স্পিনারের বলে আউট হয়েছেন বিরাট। শাকিব আল-হাসান, আজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের মতো স্পিনারদের বলে আউট হয়েছেন বিরাট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে ৯৩ রান! দেশের মাটিতে টেস্ট সিরিজে লজ্জার নজির বিরাট কোহলির

৪ দশক পর দেশের মাটিতে টেস্ট সিরিজে ৩ ম্যাচেই হার, লজ্জার নজির রোহিতের

'ভালো ব্যাটিং করতে পারিনি, হারের সম্পূর্ণ দায় নিচ্ছি,' বার্তা রোহিত শর্মার