Virat Kohli Birthday: বোলার হিসেবে বিরাটের অনন্য রেকর্ড, জন্মদিনে জানালেন গর্বিত অনুষ্কা

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটার হিসেবেই বিখ্যাত বিরাট কোহলি। তবে তিনি দলের প্রয়োজনে বোলিংও করেন। এবারের ওডিআই বিশ্বকাপেই বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করতে দেখা গিয়েছে বিরাটকে।

এবারের জন্মদিনে বিরাট কোহলিকে শুভেচ্ছা জানাতে গিয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বোলার হিসেবে তাঁর অনন্য রেকর্ডের কথা উল্লেখ করলেন অনুষ্কা শর্মা। একমাত্র বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বৈধ বল না করেই উইকেট পাওয়ার রেকর্ড আছে বিরাটের। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন বিরাট। তিনি প্রথম বলটি ওয়াইড করেন। সেই বলেই কেভিন পিটারসেনকে স্টাম্প করে দেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফলে বৈধ বল করার আগেই উইকেট পেয়ে যান বিরাট। এই রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই। বিরাটের এই অনন্য রেকর্ডে গর্বিত স্ত্রী অনুষ্কা।

জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যতিক্রমী বিরাট

Latest Videos

বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লিখেছেন, ‘ও জীবনের প্রতিটি ভূমিকাতেই ব্যতিক্রমী। কিন্তু তা সত্ত্বেও ও গৌরবময় টুপিতে আরও পালক যোগ করে চলেছে। আমি সারাজীবনের জন্য তোমাকে ভালোবাসি। জীবনের পরেও অনন্তকাল তোমার জন্য আমার ভালোবাসা থাকবে। সবরকমভাবে আমি তোমাকে ভালোবাসি।’

 

জন্মদিনে শতরান বিরাটের

রবিবার জন্মদিনে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ম্যাচে অপরাজিত শতরান করলেন বিরাট। ওডিআই ফর্ম্যাটে তাঁর ৪৯-তম শতরান হয়ে গেল। সচিন তেন্ডুলকরের সর্বাধিক শতরানের রেকর্ড স্পর্শ করলেন বিরাট। এদিন তিনি ১২১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি। বিরাটের স্ট্রাইক রেট ৮৩.৪৭। আশ্চর্যজনকভাবে শতরান করার পথে একটিও ওভার-বাউন্ডারি মারেননি বিরাট। তিনি এদিন স্ট্রাইক রেট উন্নত করার পরিবর্তে শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকার উপর জোর দেন। ইডেন গার্ডেন্সে যে দর্শকরা এই ম্যাচ দেখতে গিয়েছেন তাঁরা সৌভাগ্যবান। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। চলতি ওডিআই বিশ্বকাপে লিগ পর্যায়ে ভারতের আর একটি ম্যাচ বাকি। এরপর সেমি-ফাইনাল খেলা নিশ্চিত। ভারতীয় দল ফাইনালেও পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ফলে এই টুর্নামেন্টেই এককভাবে ওডিআই ফর্ম্যাটে সর্বাধিক শতরানের রেকর্ড গড়তে পারেন বিরাট

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli Birthday: জন্মদিনে ইডেনে শতরান, সচিনের রাজত্বে ভাগ বসালেন কিং কোহলি

England Vs Australia: ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, সেমি-ফাইনালের পথে অস্ট্রেলিয়া

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি