India Vs South Africa: ইডেনে টিকিটের কালোবাজারি, বিসিসিআই-কে নোটিস কলকাতা পুলিশের

এবারের ওডিআই বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে যতগুলি ম্যাচ রয়েছে, তার মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়েই আগ্রহ সবচেয়ে বেশি। এই ম্যাচের টিকিটের চাহিদা ছিল তুঙ্গে।

ইডেন গার্ডেন্সে ওডিআই বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে বিড়ম্বনায় সিএবি ও বিসিসিআই। এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যেই ময়দান থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনও হাজিরা দেননি স্নেহাশিস। এরই মধ্যে টিকিট বিক্রির বিষয়ে তথ্য চেয়ে বিসিসিআই-কে নোটিস দিল কলকাতা পুলিশ। সিএবি ও বিসিসিআই কর্তারা অবশ্য এখন বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। ফলে তাঁরা কলকাতা পুলিশের কাছ থেকে সময় চাইতে পারেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিসিসিআই ও সিএবি কর্তারা।

টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ

Latest Videos

এবারের ওডিআই বিশ্বকাপে ইডেনে প্রথম ম্যাচের আগে থাকতেই টিকিট নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখা যায়। এবার কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হয়নি। সবাইকেই অনলাইনে টিকিট বুক করতে হয়েছে। অন্যান্যবার সিএবি-র সদস্যরা সহজেই টিকিট পেয়ে যেতেন। কিন্তু এবার সেটা হয়নি। এমনকী, অনলাইনে টিকিট বুক করার পরেও হাতে টিকিট পেতে দেরি হচ্ছিল। সেই কারণেই ক্ষুব্ধ সিএবি-র সদস্যরা। তাঁরা টিকিটের দাবিতে বিক্ষোভ দেখান। কিন্তু সিএবি কর্তাদের দাবি, টিকিটের বিষয়টি তাঁদের নিয়ন্ত্রণে নেই। ফলে তাঁদের কিছু করার নেই। 

ইডেনের টিকিটের কালোবাজারি

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়া অন্য ম্যাচগুলি নিয়ে বিশেষ আগ্রহ নেই। রবিবারের এই ম্যাচ নিয়েই আগ্রহ সবচেয়ে বেশি। গত কয়েকদিন ধরে গড়ের মাঠে টিকিটের কালোবাজারি দেখা গিয়েছে। কয়েক হাজার টাকায় বিক্রি হয়েছে টিকিট। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেকে টিকিটের কালোবাজারি করেছেন। পুরো বিষয়টি কলকাতা পুলিশের নজরে রয়েছে। সেই কারণেই সিএবি ও বিসিসিআই-কে নোটিস পাঠিয়েছে কলকাতা পুলিশ।

সর্ষের মধ্যেই ভূত!

ময়দান থানায় দায়ের হওয়া অভিযোগে বলা হয়েছে, সিএবি ও বিসিসিআই কর্তাদের একাংশ কালোবাজারির সঙ্গে সরাসরি যুক্ত। যে অনলাইন টিকিট বুকিং পোর্টালের মাধ্যমে ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি করা হচ্ছিল, সেই পোর্টালের সঙ্গে যুক্ত কয়েকজনের সঙ্গে যোগসাজশের মাধ্যমে সাধারণ দর্শকদের জন্য নির্দিষ্ট টিকিটের বেশিরভাগই সরাসরি বিক্রি করা হয়নি। সেই টিকিটই কালোবাজারিদের হাতে তুলে দেওয়া হয়। এই অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। ওডিআই বিশ্বকাপের সঙ্গে কলকাতার সম্মানের বিষয়টি জড়িত। টিকিটের কালোবাজারির বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা চলছে। এমনকী, আন্তর্জাতিক মহলেও এই বিষয়টি প্রচারিত হয়েছে। সেই কারণেই কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

England Vs Australia: ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, সেমি-ফাইনালের পথে অস্ট্রেলিয়া

New Zealand Vs Pakistan: নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকায় বড় বদল ঘটাল পাকিস্তান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News