India Vs South Africa: ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং ভারতের

Published : Nov 05, 2023, 01:33 PM ISTUpdated : Nov 05, 2023, 03:00 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

ভারত ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই চলতি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে। ফলে রবিবার ইডেন গার্ডেন্সে ২ দলই খোলা মনে খেলতে নামছে।

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখাই রোহিত শর্মা, বিরাট কোহলিদের লক্ষ্য। এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল হয়নি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন, তাঁরাই ইডেনে খেলছেন। ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকা দলে একটি বদল হয়েছে। জেরাল্ড কোটজির পরিবর্তে খেলছেন তাবরেজ শামসি। দক্ষিণ আফ্রিকা দলে আছেন- কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), র‍্যাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

টানা ৮ ম্যাচে জয়ের লক্ষ্যে ভারত

টসে জিতে রোহিত বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ দেখে ভালো বলেই মনে হচ্ছে। তবে পিচের কারণে প্রথমে ব্যাটিং করছি না। আমরা নিজেদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে চাইছি। ভালো ম্যাচ হবে। ২ দলই ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। এই ২ দলই শীর্ষে আছে। আমরা এই ম্যাচ জিতে শীর্ষে থাকলে ভালো লাগবে। আমি এখানে খেলতে ভালোবাসি। শুধু আমি না, দলের সবাই এই ঐতিহাসিক মাঠে খেলার জন্য মুখিয়ে আছে। আমাদের দলে কোনও বদল হয়নি। একই দল খেলছে। আমরা যেভাবে খেলছি তাতে কোনও বদল দরকার বলে মনে হচ্ছে না।’

রান তাড়া করতে সমস্যায় দক্ষিণ আফ্রিকা

এবারের ওডিআই বিশ্বকাপেই দেখা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখায়। কিন্তু রান তাড়া করতে হলে সমস্যায় পড়ে। এ প্রসঙ্গে অধিনায়ক বাভুমা বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ব্যাটিং করতাম। কিন্তু এখন আমাদের রান তাড়া করতে হবে। এটা আমাদের কাছে ভালো চ্যালেঞ্জ। আমি জানি, এই বিভাগে আমাদের আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। আমাদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। আমরা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছি। আমরা ভবিষ্যতে উন্নতির চেষ্টা করছি।’

ইডেনে ফের ভালো ইনিংসের লক্ষ্যে রোহিত

রোহিতের প্রিয় মাঠ ইডেন গার্ডেন্স। এই মাঠেই তিনি ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বড় স্কোরের লক্ষ্যে ভারতের অধিনায়ক।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli Birthday: জন্মদিনেই ইডেনে সচিনের রেকর্ড স্পর্শ করবেন বিরাট?

England Vs Australia: ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, সেমি-ফাইনালের পথে অস্ট্রেলিয়া

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
'শান্ত থাকা মানেই নীরব নয়, নিয়ন্ত্রণ,' ইনস্টাগ্রাম পোস্ট স্মৃতি মন্ধানার