
IPL 2025 Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders: শুরু হয়েও এবারের আইপিএল (IPL 2025) শুরু হল না। শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির জন্য কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) ম্যাচ হল না। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium) শনিবার সন্ধেবেলা টস করাও সম্ভব হল না। এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে কেকেআর-কে এই ম্যাচ জিততেই হত। কিন্তু মাঠে নামার সুযোগই পেলেন না অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। ফলে এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে এখন ৬ নম্বরে কেকেআর। অন্যদিকে, ১২ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও, কিছুটা চাপে পড়ে গেল আরসিবি।
শনিবার সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তার আগে সন্ধে সাতটায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য ক্রিকেটার ও আম্পায়ারদের পক্ষে মাঠে নামা সম্ভব হয়নি। রাত ১০টা বেজে ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন আম্পায়াররা। এরপর ঘোষণা করা হয়, ম্যাচ শুরু করা সম্ভব নয়। বৃষ্টির মধ্যেও অপেক্ষা করছিলেন দর্শকরা। তাঁরা আশা করছিলেন, অন্তত ৫ ওভারের ম্যাচ হবে। কিন্তু ভিজে আউটফিল্ডে ক্রিকেটারদের চোটের আশঙ্কায় ম্যাচ শুরু করার ঝুঁকি নেননি আম্পায়াররা। ফলে কেকেআর-এর কপাল পুড়ল।
১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ দ্বিতীয় স্থানে গুজরাট টাইটানস (Gujarat Titans)। রবিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হচ্ছেন শুবমান গিলরা (Shubman Gill)। তাঁরা জিতলেই শীর্ষস্থানে পৌঁছে যাবেন। রবিবার অন্য ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস (Punjab Kings)। ১১ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাঞ্জাব। ফলে শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer) জিতলে আরসিবি-র উপর চাপ বাড়বে। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি দুই ম্যাচে অন্তত এক পয়েন্ট পেতে হবে বিরাট কোহলিদের (Virat Kohli)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।