অনন্তের পথে যাত্রার ৫ বছর, বিবাহবার্ষিকীতে অনুষ্কাকে বার্তা বিরাটের

Published : Dec 11, 2022, 09:59 PM IST
virat kohli

সংক্ষিপ্ত

রবিবার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা বিবাহবার্ষিকী। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই বিখ্যাত দম্পতি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন।

রবিবার বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের ৫ বছর পূর্ণ হল। বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় দলের সঙ্গে বাংলাদেশে থাকা বিরাট। তাঁর ট্যুইট, 'অনন্তকালের পথে যাত্রার ৫ বছর পূর্ণ হল। আমি কত সৌভাগ্যবান যে তোমাকে পেয়েছি। আমার হৃদয়ের সবটুকু দিয়ে তোমাকে ভালবাসি।' অনুষ্কাও সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি দিয়ে বিরাটকে এই বিশেষ দিনটির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'আমাদের ভালবাসা উদযাপন করার জন্য এই ছবিগুলি পোস্ট করার ক্ষেত্রে আজকের দিনের চেয়ে ভাল আর কী হতে পারে!' প্রথম ছবিতে অনুষ্কা লিখেছেন, 'আমি জানি, তুমি সবসময় আমার পিছনে আছো।' দ্বিতীয় ছবিতে তিনি লিখেছেন, 'আমরা সবসময় একে অপরের প্রতি কৃতজ্ঞ।' তৃতীয় ছবিতে অনুষ্কা লিখেছেন, 'আমার দীর্ঘ ও যন্ত্রণাদায়ক প্রসবের পরদিন তুমি হাসপাতালের শয্যায় বিশ্রাম নিচ্ছো।' চতুর্থ ছবিতে অনুষ্কা লিখেছেন, 'আমাদের পছন্দ সবসময় ভাল।' ষষ্ঠ ছবিতে অনুষ্কা লিখেছেন, 'তোমার অদ্ভূত ভঙ্গির জন্য আমার বেশিরভাগ ছবিই পোস্ট করার যোগ্য হয় না।' সপ্তম ছবিতে অনুষ্কা লিখেছেন, 'তুমি আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ।'

 

 

'বিরুষ্কা' ক্রীড়া ও বিনোদন জগতের অন্যতম বিখ্যাত দম্পতি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের আগে থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে সরগরম ছিল ক্রিকেট মহল ও বলিউড। ২০১৫ বিশ্বকাপে বিরাটের ব্যর্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল অনুষ্কাকে। পরবর্তীকালেও সমালোচিত হয়েছেন এই দম্পতি। তবে বিরাট বরাবরই অনুষ্কার পাশে থেকেছেন। তিনি জানিয়েছেন, অনুষ্কা সবসময় তাঁকে অনুপ্রাণিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন বড় রান না পাওয়ায় যখন সমালোচনার মুখে পড়তে হচ্ছিল বিরাটকে, তখনও তাঁর পাশে ছিলেন অনুষ্কা। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলে ভারতীয় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিরাট। এরপর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিরাটকে অভিনন্দন জানান অনুষ্কা।

 

 

টি-২০ বিশ্বকাপে ফর্মে ফেরার পর ধারাবাহিকভাবে রান করে চলেছেন বিরাট। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচেও শতরান করেন তিনি। ৩ বছরেরও বেশি সময় পরে ওডিআই ম্যাচে শতরান করলেন এই ব্যাটার। এটি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭২তম শতরান। এই ইনিংস মেয়ে ভামিকা ও স্ত্রী অনুষ্কাকে উৎসর্গ করেছেন বিরাট। তিনি বলেছেন, 'মাঠের বাইরে থেকে অনেকই অনেককিছু বলছিলেন। কিন্তু আমার স্ত্রী আমাকে লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করেছে। কঠিন সময়ে একজনই আমার পাশে ছিল, সে হল অনুষ্কা।'

আরও পড়ুন-

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান, ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে ঈশান কিষান

সরব কৌশিকী চক্রবর্তী, ট্যুইটার হ্যান্ডল থেকে বিতর্কিত বিজ্ঞাপন সরালেন পন্থ

আন্তর্জাতিক ক্রিকেট দ্বিতীয় সর্বাধিক শতরান, পন্টিংকে টপকালেন বিরাট

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?