সংক্ষিপ্ত
একটি বিজ্ঞাপনে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীদের ব্যঙ্গ করে বিতর্ক ক্রিকেটার ঋষভ পন্থ। ট্যুইটারে সরব শিল্পী কৌশিকী চক্রবর্তী।
প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী সরব হওয়ার পর নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে বিতর্কিত বিজ্ঞাপনের ভিডিও মুছে দিলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। এর জন্য ট্যুইট করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন কৌশিকী। তিনি লিখেছেন, 'তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ওই বিজ্ঞাপন মুছে দেওয়ার জন্য আমি ঋষভ পন্থকে ধন্যবাদ জানাতে চাই। আমি এটাও উল্লেখ করতে চাই, তাঁর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই। আমি তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর কাছে আমার অনুরোধ, উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ করার ব্যবস্থা করে দিন যাতে অন্যান্য মাধ্যম থেকেও এই বিজ্ঞাপন সরিয়ে দেওয়া যায়।' কৌশিকীর পাশাপাশি এই বিজ্ঞাপন নিয়ে সরব হয়েছেন অপর এক শিল্পী পূর্বায়ন চট্টোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের সমর্থন করছেন। সবারই বক্তব্য, ওই বিজ্ঞাপনের মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীতকে অপমান করেছেন পন্থ। তাঁর মতো একজন ক্রিকেটারের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না।
যে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তাতে দেখা যাচ্ছে, ক্রিকেটার না হলে বিকল্প পেশা হিসেবে কী বেছে নিতেন, সেটা কল্পনা করছেন পন্থ। তখনই দেখা যাচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হিসেবে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে উইকেটকিপিং করার ভঙ্গিতেই দাঁড়িয়ে উদ্ভট ভঙ্গিতে গান গাইছেন এই ক্রিকেটার। এই বিজ্ঞাপনে তাঁর অঙ্গভঙ্গি নিয়েই আপত্তি কৌশিকী ও পূর্বায়নের মতো শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীদের। এই বিজ্ঞাপন নিয়ে বিরক্তি প্রকাশ করে কৌশিকী ট্যুইট করেন, 'এই দৃষ্টিকটূ বিজ্ঞাপন নিয়ে আমার বিরক্তি প্রকাশ করার ভাষা নেই। আপনার ঐতিহ্যকে অসম্মান করলে সেটা আপনাকে নির্বোধে পরিণত করে ঋষভ পন্থ। এটা পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত ভীমসেন জোশীর সঙ্গীত। আমি নিশ্চিত, আপনি এই বিজ্ঞাপনের মাধ্যমে লাভবান হয়েছেন। কিন্তু এই বিজ্ঞাপন কি সেটার যোগ্য?'
পূর্বায়ন বলেন, 'এই বিজ্ঞাপনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। এই প্রথম নয়, এর আগেও এরকম ঘটনা দেখা গিয়েছে। আমি এই বিজ্ঞাপন দেখে আহত হয়েছি। এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই সঙ্গীত সারা বিশ্বে সমাদর পায়। সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটাররা শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী।'
কৌশিকীর ট্যুইটের পর থেকে এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। অনেকেই শাস্ত্রীয় সঙ্গীতের অবমাননার সমালোচনা করছেন। এরপরেই নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে ওই বিজ্ঞাপন সরিয়ে দিলেন পন্থ।
আরও পড়ুন-
অসাধারণ ইনিংস, দ্বিগুণ প্রশংসা করা দরকার, ঈশান কিষানকে বার্তা সচিনের
ঈশান-বিরাটের দাপটে সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ২২৭ রানে জয় ভারতের
আন্তর্জাতিক ক্রিকেট দ্বিতীয় সর্বাধিক শতরান, পন্টিংকে টপকালেন বিরাট