
Washington Sundar: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের বাবা এম সুন্দর। জাতীয় দলে ছেলেকে নিয়মিত সুযোগ না দেওয়ায় তিনি রীতিমতো হতাশা প্রকাশ করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত চতুর্থ টেস্ট ম্যাচে, ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি করার পরেই তিনি এই মন্তব্য করেন। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করে ওয়াশিংটন ভারতকে ম্যাচে ড্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এই প্রসঙ্গে ওয়াশিংটনের বাবা এম সুন্দর জানিয়েছেন, ''ওয়াশিংটন নিয়মিত ভালো খেলছে। তবুও অনেকে তাঁর এই পারফরম্যান্সের দিকে নজর দেয় না অথবা এই বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা করে না। অন্য ক্রিকেটাররা নিয়মিত সুযোগ পায়। কিন্তু আমার ছেলে তেমন কোনও সুযোগ পায় না। চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো ওয়াশিংটনকে নিয়মিত পাঁচ নম্বরে ব্যাটিং করে যেতে হবে এবং টানা ৫-১০টি ম্যাচে সুযোগ দেওয়া হোক। প্রথম টেস্টে ওকে খেলানো হয়নি! এটা রীতিমতো অবাক করার মতো একটা বিষয়। নির্বাচকদের তাঁর পারফরম্যান্স পর্যবেক্ষণ করা উচিত অবশ্যই।''
সেই ২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মাত্র ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ব্যাটিং গড় ৪৪.৮৬ এবং বোলিং গড় ২৭.৮৭। গত ২০১১ সালে, টেস্ট দল থেকে বাদ পড়া নিয়েও কথা বলেছেন এম সুন্দর। তাঁর মতে, ''গত ২০১১ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে ৮৫ রান এবং আহমেদাবাদে ৯৬ রান করেন সুন্দর। তাও সেটা যথেষ্ট কঠিন পিচে। একটা বা দুটো ম্যাচে ব্যর্থ হলেই আমার ছেলেকে বাদ দেওয়া হয়। এটা একদমই ঠিক নয়।''
ওয়াশিংটন আইপিএলে খেলেন গুজরাত টাইটান্সের হয়ে। এম সুন্দরের কথায়, ''গুজরাত টাইটান্সও তাঁকে নিয়মিত দলে সুযোগ দেয় না। আইপিএল ২০২৫ এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৪ বলে ৪৮ রান করে সে তাঁর যোগ্যতা প্রমাণ করেছে। যশস্বী জয়সওয়ালকে রাজস্থান কীভাবে সুযোগ দিয়েছে দেখুন।''
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনটি টেস্ট খেলে ওয়াশিংটন এখন পর্যন্ত ২০৫ রান করেছেন। এর মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। উইকেট কলামেও তাঁর নাম উঠেছে। তিনটি ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। একবার চার উইকেটও পেয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।