
West Indies vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। অকল্যান্ডের ইডেন পার্কে টসে হেরে ব্যাট করতে নেমে, ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৬৪ রান তোলে। ৫৩ রান করে সর্বোচ্চ স্কোরার হন অধিনায়ক শাই হোপ। জবাবে রান তাড়া করতে নেমে, নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয় কিউয়িরা।
মিচেল স্যান্টনার ২৮ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন। কার্যত, একাই লড়াই করেন তিনি। তবে সতীর্থরা সেইভাবে তাঁকে যোগ্য সঙ্গত করতে পারেননি। জাইডেন সিলস এবং রস্টন চেজ উইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন।
স্যান্টনার ছাড়াও টিম রবিনসন (২৭), ডেভন কনওয়ে (১৩), রচিন রবীন্দ্র (২১), ড্যারিল মিচেল (১৩) এবং জেমস নিশাম (১১) দুই অঙ্কের রানে পৌঁছন। মার্ক চ্যাপম্যান (৭), মাইকেল ব্রেসওয়েল (১), জ্যাকারি ফাউলকস (১) এবং কাইল জেমিসন (২) আউট হন। নিউজিল্যান্ডের জয়ের জন্য শেষ তিন ওভারে ৫৬ রান দরকার ছিল। কিন্তু ১৮তম ওভারে, মিচেল স্যান্টনার ২৩ রান করেন। এরপর শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৩ রান।
জেসন হোল্ডারের করা ১৯তম ওভারের প্রথম তিন বলে বাউন্ডারি মেরে স্যান্টনার আশা জাগিয়ে তোলেন। কিন্তু পরের তিন বলে কোনও রান করতে পারেননি তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু তারা মাত্র ১২ রান করতে সক্ষম হয়। ফলে, ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জয়ী হয়।
তার আগে ব্যাট করতে নেমে, ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে হোপ ছাড়াও রভম্যান পাওয়েল (২৩ বলে ৩৩) এবং রস্টন চেজ (২৮) ভালো পারফর্ম করেন। ব্র্যান্ডন কিং (৩) এবং আকিম অগাস্টে (২) আউট হন। জেসন হোল্ডার (৫) এবং রোমারিও শেফার্ড (৯) অপরাজিত থাকেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।