অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই কি দলে ফিরছেন শামি? আশায় বুক বাঁধছেন বাংলার পেসার

তাহলে মহম্মদ শামি আবার মাঠে ফিরছেন? 

Subhankar Das | Published : Oct 22, 2024 9:08 AM IST / Updated: Oct 22 2024, 05:05 PM IST

তাহলে মহম্মদ শামি আবার মাঠে ফিরছেন? অন্তত সেই সম্ভাবনাই প্রবল হচ্ছে।

উল্লেখ্য, গত এক বছরে একটিও আন্তর্জাতিক ম্যাচ মাঠে নামেননি এই ভারতীয় পেসার। চোটের কারণে, বাইশ গজে মহম্মদ শামি আগুনে স্পেল দেখা যায়নি বহুদিন।

Latest Videos

কিন্তু ফের একবার ভারতের জার্সিতে তাঁর মাঠে নামার সম্ভাবনা ক্রমশই বাড়ছে। সূত্রের খবর, পুরো অস্ট্রেলিয়া সফরে হয়ত শামিকে পাওয়া যাবে না। তবে আসন্ন সফরের মাঝে ভারতীয় দলে যোগ দিতে পারেন তিনি।

জানা যাচ্ছে, ভারতীয় দলের জার্সিতে খেলার আগে শামি হয়ত বাংলার হয়ে রঞ্জি খেলবেন। তবে বাংলা দলের হয়ে আগামী ম্যাচেই তাঁর নামার সম্ভাবনা খুব কম।

জানা গেছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছাড়পত্র পাওয়ার পরেই, বাংলার হয়ে খেলতে নামবেন শামি। আসলে চোট পুরোপুরি না সারায় তাঁর মাঠে ফেরা কিছুটা পিছিয়ে গেল।

যদিও বেঙ্গালুরুতে প্রথম টেস্ট শেষ হওয়ার পর, শামিকে বল করতে দেখা যায়। সেই সময়, নেটে ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারকে বল করছিলেন তিনি। শুধু তাই নয়, শামির উপর নজর রাখছিলেন মর্নি মর্কেলও।

গুরুগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শামি জানিয়েছেন, "আগের দিন বোলিং করে আমার বেশ ভালোই লেগেছে। শরীরের উপর চাপ না দিয়ে এতদিন পর্যন্ত, অর্ধেক রান-আপ নিয়ে বল করছিলাম। গতকাল সিদ্ধান্ত নিলাম যে, ঠিকঠাকভাবে বল করব। নিজের ১০০ শতাংশ দিয়েছি। দারুণ লাগছে। ফলাফলও ভালো। আশা করা যায়, দ্রুতই মাঠে ফিরব। জানি না কবে খেলতে পারব। তবে যে দিন মনে হবে ২০-৩০ ওভার বল করতে পারব এবং চিকিৎসকদের অনুমতি পাব, সেদিনই দৌড়ে খেলতে চলে যাব।অস্ট্রেলিয়া সফরের আগে যতটা বেশি সম্ভব মাঠে সময় কাটাতে চাই।” 

তিনি আরও যোগ করেছেন, “যদিও অস্ট্রেলিয়া সফর এখনও অনেকটা দেরি আছে। তবে নিজেকে ফিট রাখতে হবে। টেস্ট সিরিজ়ে ওখানে আমাদের কী করতে হবে, সেটা আমরা জানি। তাই মাঠে আরও কিছুটা সময় কাটাতে চাই। যদি ফিট হয়ে যাই এবং আট থেকে দশ দিন সময় পাই, তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটা বা দুটো ঘরোয়া ম্যাচ খেলার ইচ্ছে রয়েছে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্যব্যবস্থায় পচন ধরেছে! তবুও মমতার পদত্যাগ চাইছেন না' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
এক বছর ধরে স্বপ্নাদেশ দিচ্ছিলেন, আজ পুকুর থেকে উঠে এলেন মা কালী! | Kali Puja 2024 | Katwa News Today
'তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বারণ করেছে মমতা' কেন! ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari
'দোষী মমতার পদত্যাগ চাইছেন না, আন্দোলনের শেষটা বলে নামুন' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'জাগুন আপনারা! ওরা বাড়ছে, আমরা কমছি' মা কালীর কাছে কি চাইলেন শুভেন্দু! তোলপাড়! | Suvendu Adhikari