উইজডেন বর্ষসেরা ওডিআই দলে ভারত থেকে শ্রেয়াস, সিরাজ, অধিনায়ক বাবর আজম

উইজডেনের বিচারে ২০২২ সালের বর্ষসেরা ওডিআই দল ঘোষণা করা হল। ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য খুব একটা সুখবর নেই।

বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাদের বাদ দিয়েই উইজডেন বর্ষসেরা ওডিআই দল ঘোষণা করা হল। ২০২২ সালে ওডিআই ফর্ম্যাটে যাঁরা সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁদেরই রাখা হয়েছে এই দলে। ভারত থেকে ২০২২-এর বর্ষসেরা ওডিআই দলে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার ও ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। পাকিস্তান থেকে বর্ষসেরা ওডিআই দলে সুযোগ পেয়েছেন বাবর আজম ও ইমাম-উল-হক। বাবরকে এই দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ওপেনার হিসেবে বর্ষসেরা ওডিআই দলে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও ইমামকে। ৩ নম্বরে বাবর। ৪ নম্বরে শ্রেয়াস। ৫ নম্বরে নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার টম ল্যাথাম। ৬ নম্বরে দক্ষিণ আফ্রিকার র‍্যাসি ভ্যান ডার ডুসেন। ৭ নম্বরে বাংলাদেশের অলরাউন্ডার মেহিদি হাসান মিরাজ। ৮ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোশেফ। ৯ নম্বরে সিরাজ। ১০ নম্বরে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং ১১ নম্বরে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে জিম্বাবোয়ের সিকন্দর রাজাকে।

বাবর এই মুহূর্তে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। দ্বিতীয় স্থানে ইমাম। ২০২২-এ ওডিআই ফর্ম্যাটে ৯ ম্যাচ খেলে ৩টি শতরান ও ৫টি অর্ধশতরান-সহ ৬৭৯ রান করেছেন বাবর। তাঁর সম্পর্কে উইজডেন  লিখেছে, 'বর্তমান যুগের সেরা ওডিআই ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাবর আজম। ২০২২ তাঁর জন্য আরও একটি দুর্দান্ত বছর ছিল। তিনি ৯ ইনিংসের মধ্যে ৮টিতেই ৫০ বা তার বেশি রান করেছেন। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ৩টি শতরান করেছেন বাবর। প্রথম ব্যাটার হিসেবে ২ বার টানা ৩ শতরান করেছেন তিনি।' 

Latest Videos

২০২২-এ ওডিআই ফর্ম্যাটে ৮ ম্যাচে ২টি শতরান-সহ ৫০৫ রান করেছেন ইমাম। এই ব্যাটার সম্পর্কে উইজডেন বলেছে, ‘২০২২-এ প্রথম ৬ ইনিংসের প্রতিটিতেই ৬০ বা তার বেশি রান করেছেন ইমাম-উল-হক। তিনি ধারাবাহিকতা দেখিয়েছেন। নতুন রেকর্ড গড়ে ওডিআই কেরিয়ার শুরু করেছেন তিনি।’

২০২২-এর শেষদিকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে শতরান করেন বিরাট। এই ম্যাচেই ওডিআই ফর্ম্যাটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরান করেন ঈশান কিষান। কিন্তু তাঁরা ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। বিশেষ করে বিরাট দীর্ঘদিন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেই কারণেই ভারত থেকে ব্যাটারদের মধ্যে একমাত্র শ্রেয়াস সুযোগ পেয়েছেন। বাকিদের বর্ষসেরা দলে জায়গা হয়নি।

আরও পড়ুন-

ঋষভ পন্থকে উদ্ধার করা বাসচালক, কন্ডাক্টরের প্রশংসায় ভিভিএস লক্ষ্মণ

একা গাড়ি চালাতে বারণ করেছিলেন ঘনিষ্ঠ বন্ধু, কোনওদিন শোনেননি ঋষভ পন্থ

পন্থের মস্তিষ্ক, শিরদাঁড়ার এমআরআই রিপোর্ট স্বাভাবিক, মুখের চোটের জন্য প্লাস্টিক সার্জারি

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today