Mohammed Shami: আত্মহত্যার চেষ্টা করেছিলেন শামি, বিস্ফোরক তথ্য ফাঁস ঘনিষ্ঠ বন্ধুর

ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেও, প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের সঙ্গে আইনি লড়াইয়ের প্রভাব পড়েছিল মহম্মদ শামির জীবনে। এই ক্রিকেটারকে মাঠের বাইরে প্রবল সমস্যায় পড়তে হয়।

প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের একের পর এক গুরুতর অভিযোগ মেনে নিতে না পেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তিনি আত্মহত্যার চেষ্টাও করেন। এমনই জানালেন ভারতীয় দলের এই অভিজ্ঞ পেসারের ঘনিষ্ঠ বন্ধু তথা উত্তরাখণ্ডের বিধায়ক উমেশ কুমার। তিনি জানিয়েছেন, ‘২০১৮ সালের মার্চে শামির বিরুদ্ধে নির্যাতন, বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ আনেন হাসিন জাহান। তিনি বিবাহ-বিচ্ছেদের মামলাও দায়ের করেন। শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগও আনেন হাসিন। সেই সময়ই আত্মহত্যার চেষ্টা করেন শামি। খবর প্রচারিত হয়েছিল যে এক রাতে উনি খারাপ কিছু করার চেষ্টা করেছিলেন। সেই সময় উনি আমার ফ্ল্যাটে ছিলেন। সেদিন ভোর চারটেয় আমি জল খেতে উঠি। রান্নাঘরের দিকে যাওয়ার সময় দেখি বারান্দায় দাঁড়িয়ে আছেন শামি। সেই সময় আমরা ২০ তলায় ছিলাম। কী হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম। শামির কেরিয়ারে সেই রাতই সবচেয়ে দীর্ঘ ছিল। পরে একদিন আমরা যখন কথা বলছিলাম, তখন শামির ফোনে এক বার্তা আসে। সেই বার্তায় জানানো হয়, ম্যাচ গড়াপেটার অভিযোগের তদন্ত করে শামিকে রেহাই দিয়েছে তদন্ত কমিটি। সেদিন শামিকে দেখে মনে হয়েছিল বিশ্বকাপ জয়ের চেয়েও বেশি আনন্দ পেয়েছেন।’

হাসিনের অভিযোগে বিধ্বস্ত শামি

Latest Videos

২০২১ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে যায় ভারত। সেই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শামি। সেই ম্যাচের কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে গড়াপেটার সঙ্গে যুক্ত অভিযোগ করেন হাসিন। সোশ্যাল মিডিয়াতেও অনেকে শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনেন। সেই সময়ের কথা স্মরণ করে উমেশ জানিয়েছেন, ‘সেই সময় শামিকে সবকিছুর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছিল। উনি আমার সঙ্গে থাকছিলেন। যে রাতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগের তদন্ত শুরু হওয়ার খবর আসে, সেই রাতে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন শামি। উনি বলছিলেন, আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ মানতে পারব না।’

মাঠে ফেরার চেষ্টায় শামি

এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে শামি। শ্রীলঙ্কা সফরের দলেও তিনি নেই। চোট সারিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন এই পেসার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mohammed Shami: 'কেউ চেনে না বলে সোশ্যাল মিডিয়ায় যা খুশি লিখছে,' সানিয়া মির্জার সঙ্গে বিয়ের গুজব নিয়ে সরব মহম্মদ শামি

দীর্ঘ আট মাস পর চোট কাটিয়ে নেটে ফিরলেন শামি, কেমন বোলিং করলেন? দেখুন ভিডিও

Sourav Ganguly: 'বুমরা, শামি, সিরাজ, মুকেশ থাকতে ভারতে ঘূর্ণি পিচ কেন দরকার?' ভালো উইকেটের পক্ষে সওয়াল সৌরভের

Share this article
click me!

Latest Videos

'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি