বিসিসিআই-এর সিদ্ধান্ত, আইপিএল-এ বিশ্রাম নিতে হতে পারে কয়েকজন তারকাকে

Published : Jan 02, 2023, 08:39 PM ISTUpdated : Jan 02, 2023, 09:22 PM IST
IPL 2022, Gujarat titans, Rajasthan Royals, RR vs GT, Sanju samson, david miller, hardik pandya

সংক্ষিপ্ত

অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। ভারতীয় দলের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে।

টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতীয় দল ১০ উইকেটে হেরে যাওয়ার পরেই শোনা গিয়েছিল পারফরম্যান্স খতিয়ে দেখার জন্য পর্যালোচনা-বৈঠকে বসবে বিসিসিআই। রবিবার মুম্বইয়ের একটি হোটেলে সেই বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ রাহুল দ্রাবিড়, বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, প্রধান নির্বাচক চেতন শর্মা, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ হাজির ছিলেন। বৈঠকে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও নানা পরিকল্পনার কথা জানানো হয়। এ বছরের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপ হতে চলেছে। ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দৌড়ে আছে। সেই কারণে এখন থেকেই ক্রিকেটারদের ফিট রাখার জন্য বিশেষ পরিকল্পনা করেছে বিসিসিআই। ইয়ো-ইয়ো টেস্ট, ডেক্সা টেস্ট চালু করার পাশাপাশি ক্রিকেটারদের উপর যাতে বেশি ধকল না পড়ে, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটাররা যাতে শারীরিক ও মানসিকভাবে তরতাজা থাকতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য কয়েকজন তারকা ক্রিকেটারকে আইপিএল-এর কয়েকটি ম্যাচে বিশ্রাম নেওয়ার কথা বলতে পারে বিসিসিআই। রবিবারই বিশ্বকাপের জন্য ২০ জনকে বাছাই করা হয়েছে। এই ২০ জনের মধ্যে অবশ্যই রোহিত, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা আছেন। তাঁরা যাতে আইসিসি টুর্নামেন্টের সময় ফিট থাকেন, সেটা নিশ্চিত করতে চাইছে বিসিসিআই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। যে ক্রিকেটারদের বিশ্বকাপের জন্য বাছাই করা হয়েছে, তাঁদের যাতে চোট না লাগে এবং সবাই ফিট থাকেন, সেটা নিশ্চিত করার জন্যই বিশেষ পরিকল্পনা করা হয়েছে।

আইপিএল-এ যাঁরা খেলেন, তাঁদের প্রায় দেড় মাস শারীরিক সক্ষমতার তুঙ্গে থাকতে হয়। এর ফলে তাঁদের উপর মারাত্মক চাপ পড়ে। সেই কারণেই এবারের আইপিএল-এর সময় তারকা ক্রিকেটারদের কয়েকটি ম্যাচ না খেলে বিশ্রাম নিতে বলছে বিসিসিআই। যে ক্রিকেটাররা অতীতে চোট পেয়েছেন এবং যাঁদের চোট পাওয়ার প্রবণতা রয়েছে, তাঁদের দিকে আলাদা করে নজর রাখা হচ্ছে।

আইপিএল-এর সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে সাধারণত এপ্রিল-মে মাসে হয় আইপিএল। এবারও সেরকমই হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, ওডিআই সিরিজের পরেই আইপিএল খেলবেন রোহিত-বিরাটরা।

আরও পড়ুন-

ঋষভ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন পরিস্থিতি সবারই জানা, মন্তব্য হার্দিকের

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ, জয় দিয়েই বছর শুরুর লক্ষ্যে টিম ইন্ডিয়া

সংক্রমণের আশঙ্কা, আইসিইউ থেকে প্রাইভেট স্যুইটে সরানো হল ঋষভ পন্থকে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি: শামির ৪ উইকেট, সার্ভিসেসের বিরুদ্ধে সহজ জয় বাংলার