
Women's Premier League 2026 Schedule: বৃহস্পতিবার নয়াদিল্লিতে (New Delhi) উইমেনস প্রিমিয়ার লিগের নতুন মরসুমের সূচি ঘোষণা করা হল। নভি মুম্বই (Navi Mumbai) ও ভদোদরায় (Vadodara) হবে ম্যাচ। ৯ জানুয়ারি শুরু হবে লিগ, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন ডব্লুপিএল-এর নিলাম শুরু হওয়ার আগে বক্তব্য পেশ করতে গিয়ে লিগের সূচি ঘোষণা করেন চেয়ারম্যান জয়েশ জর্জ (WPL chairman Jayesh George)। ভারতীয় দল প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে মহিলাদের ক্রিকেট নিয়ে আগ্রহ ও উৎসাহ অনেক বেড়ে গিয়েছে। এই কারণে জল্পনা চলছিল, এবার হয়তো আইপিএল-এর (Indian Premier League) ধাঁচে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ডব্লুপিএল হবে। কিন্তু বিসিসিআই (BCCI) এবারও সেই পথে হাঁটল না। ভবিষ্যতে মহিলাদের এই টি-২০ লিগে দল সংখ্যা বাড়লে তখন হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হতে পারে।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গতবারের মতোই এবারও প্রথমে এক শহরে সব ম্যাচ হবে, তারপর অন্য শহরে সরে যাবে লিগ। শুরুতে সব ম্যাচ হবে নভি মুম্বইয়ে। তারপর ভদোদরায় বাকি ম্যাচগুলি হবে। ফাইনালও হবে ভদোদরায়। যে মাঠে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে ভারতীয় দল মহিলাদের ওডিআই বিশ্বকাপ জিতেছে, সেই মাঠেই ডব্লুপিএল-এর উদ্বোধনী ম্যাচ হবে। বিশ্বকাপের সময় যেভাবে দর্শকদের উপস্থিতি দেখা গিয়েছিল, এবারও সেটা দেখা যাবে বলে আশা করছে বিসিসিআই।
গত মরসুমে ডব্লুপিএল-এর ম্যাচগুলি হয়েছিল বেঙ্গালুরু (Bengaluru), লখনউ (Lucknow), মুম্বই (Mumbai) ও ভদোদরায়। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium) ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) নেতৃত্বে দ্বিতীয় খেতাব জেতে মুম্বই। এবার কেন চার থেকে কমিয়ে দুই শহরে সব ম্যাচ সীমাবদ্ধ করে দেওয়া হল, তা স্পষ্ট নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।