সংক্ষিপ্ত

এখনও পুরুষদের ক্রিকেটের মতো জনপ্রিয় হয়ে উঠতে না পারলেও, গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মহিলা ক্রিকেট। মহিলাদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগও জনপ্রিয় হয়ে উঠেছে।

  • ১.২ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিলেন প্রেমা রাওয়াত। তাঁর বেস প্রাইস ছিল ১০ লক্ষ টাকা।
  • ১.৯ কোটি টাকায় গুজরাট জায়ান্টস দলে জায়গা পেলেন সিমরন শেখ। তাঁর বেস প্রাইস ছিল ১০ লক্ষ টাকা।  দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে সিমরনকে দলে নিল গুজরাট। সিমরনই এখনও পর্যন্ত নিলামে সবচেয়ে বেশি দর পেলেন।
  • কোনও ফ্র্যাঞ্চাইজিই পুনম যাদবকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাল না। পুনমের বেস প্রাইস ৩০ লক্ষ টাকা।
  • কোনও ফ্র্যাঞ্চাইজিতেই জায়গা পেলেন না তারকা অলরাউন্ডার হেদার নাইট। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

গত মাসে সৌদি আরবে আইপিএল-এর নিলাম হয়েছে। এবার বেঙ্গালুরুতে উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম হচ্ছে। মহিলাদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের প্রথম দুই মরসুমের খেলা ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। ২০২৫ সালে তৃতীয় মরসুম নিয়ে এখন থেকেই আকর্ষণ তৈরি হয়েছে। রবিবার এই লিগের মিনি নিলাম হচ্ছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ১৯ জন ক্রিকেটার সুযোগ পেতে পারেন। এর মধ্যে ৫ জন বিদেশি ক্রিকেটারের জন্য জায়গা রয়েছে। মিনি নিলামে মোট ১২৪ জন ক্রিকেটার আছেন। তাঁদের মধ্যে ২৯ জন বিদেশি ক্রিকেটার। আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশগুলির মধ্যে সংযুক্ত আমিরশাহির দুই ক্রিকেটার এবং স্কটল্যান্ডের এক ক্রিকেটার আছেন। ২০২৫ সালের ডব্লুপিএল-এর সূচি এখনও ঘোষণা করা হয়নি। বিসিসিআই সূত্রে খবর, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই ডব্লুপিএল হতে পারে।

কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?

ডব্লুপিএল ২০২৫-এর নিলাম শুরু হওয়ার আগে দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ২.৫ কোটি টাকা। গুজরাট জায়ান্টসের হাতে আছে সর্বাধিক ৪.৪ কোটি টাকা। মুম্বই ইন্ডিয়ানসের হাতে আছে ২.৬৫ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে আছে ৩.২৫ কোটি টাকা। ইউপি ওয়ারিয়র্জের হাতে আছে ৩.৯ কোটি টাকা।

১৩ বছর বয়সেই নিলামে!

১৩ বছর বয়সে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে সুযোগ পেয়ে নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। এবার ডব্লুপিএল-এর নিলামে আছেন ১৩ বছর বয়সি অংশু নাগর। তিনিই নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। ডব্লুপিএল-এ খেলার সুযোগ পেলে নতুন নজির গড়বেন অংশু। তাঁর আগে কোনও মহিলা ক্রিকেটার এত কম বয়সে পেশাদার টি-২০ লিগে খেলার জন্য বিবেচিত হননি। ক্রিকেটপ্রেমীরা নিলামের দিকে নজর রেখেছেন। সবারই আশা, কোনও ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়ে যাবেন অংশু।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান, আইপিএল-এর আগে কেকেআর-কে স্বস্তি দিচ্ছেন রাহানে

টেনিসটাও ভালোই খেলেন, বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল ভিডিও

সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলি, আর কারা আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে? দেখুন পুুরো দল