সোমবার উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম, বিপুল দর পেতে চলেছেন স্মৃতি, হরমনপ্রীত, শেফালি

Published : Feb 13, 2023, 12:55 AM IST
Smriti mandhana beautiful pictures

সংক্ষিপ্ত

রবিবারই মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এরপর সোমবার উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম হতে চলেছে। পুরুষদের আইপিএল-এর মতোই উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে মহিলাদের লিগের নিলাম নিয়ে।

সোমবার মুম্বইয়ে উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমের নিলাম হতে চলেছে। দেশ-বিদেশের ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই চলবে। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউর, শেফালি ভার্মা, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজের মতো প্রথমসারির ভারতীয় ক্রিকেটাররা যেমন আছেন তেমনই এলিসি পেরি, বেথ মুনি, অ্যালিসা হিলি, ন্যাট স্কিভার, মেগান শাট, দিয়ান্দ্রা ডটিনের মতো বিদেশি ক্রিকেটারদের নামও নিলামে থাকছে। প্রথমসারির ক্রিকেটাররা বিপুল দর পেতে চলেছেন। বিশেষ করে ভারতের প্রথমসারির ক্রিকেটারদের দর কোটি টাকা ছাড়িয়ে যাবে। ভারতে মহিলা ক্রিকেট সম্প্রতি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ৪০৯ জনের তালিকা থেকে ৯০ জন ক্রিকেটারকে নিয়ে ৫টি দলের মধ্যে লড়াই হবে। নিলামে এক অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট জায়ান্টস ও ইউপি ওয়ারিয়র্স। ফলে নিলাম অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপ খেলার মাঝেই নিলামের ব্যাপারে খোঁজ নিচ্ছেন বিভিন্ন দলের ক্রিকেটাররা।

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে প্রতিটি দল ক্রিকেটারদের বেতন বাবদ ১২ কোটি টাকা করে খরচ করতে পারবে। ৬ জন বিদেশি ক্রিকেটার-সহ মোট ১৮ জনকে দলে নেওয়া যাবে। ফলে ২০ থেকে ২০ জন ভারতীয় ক্রিকেটার এই নিলামে ভালো দর পেতে পারেন। বেস প্রাইস শুরু হচ্ছে ১০ লক্ষ টাকা থেকে। ২০ লক্ষ টাকা, ৩০ লক্ষ টাকা, ৪০ লক্ষ টাকা ও ৫০ লক্ষ টাকা পর্যন্ত বেস প্রাইস রাখা হয়েছে। এরপর নিলামে দর বাড়তে পারে।

ক্রিকেট মহলের ধারণা, ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড  ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে নিলামে দর কষাকষি হতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, স্মৃতি, শেফালি, হরমনপ্রীত, দীপ্তির মতো ক্রিকেটাররা ১.২৫ কোটি টাকা থেকে ২ কোটি টাকার মতো দর পেতে পারেন।

রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে ভারতীয় দলকে জিতিয়েছেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ও জেমাইমা। নিলামে তাঁরাও ভালো দর পেতে পারেন। সিমার রেণুকা ঠাকুর, মেঘনা সিং, শিখা পাণ্ডে, স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়, রাধা যাদবও নিলামে ভালো দর পেতে পারেন।

অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য শ্বেতা সেহরাওয়াত, পরশভী চোপড়া, মন্নত কাশ্যপ, অর্চনা দেবী, তিতাস সাধুরাও নিলামে ভালো দর পেতে পারেন। 

আরও পড়ুন-

রিচা-জেমাইমার অসাধারণ লড়াই, পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত

রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার বিরুদ্ধে খেলবেন, ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল উনাদকাটকে

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত