উইমেনস প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ানসের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত। ফের দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন অধিনায়ক হরমনপ্রীত কউর। পয়েন্ট তালিকায় শেষের দিকেই রইল গুজরাট জায়ান্টস।
প্রথম দল হিসেবে উইমেনস প্রিমিয়ার লিগের প্লে-অফে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ানস। টানা ৫ ম্যাচে জয় পেল হরমনপ্রীত কউরের দল। উইমেনস প্রিমিয়ার লিগ এখনও পর্যন্ত একমাত্র মুম্বই ইন্ডিয়ানসই সব ম্যাচ জিতেছে। ৫ ম্যাচ খেলে হরমনপ্রীতদের পয়েন্ট ১০। দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। বাকি দলগুলি অনেক পিছিয়ে। তৃতীয় স্থানে থাকা ইউপি ওয়ারিয়র্স ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। চতুর্থ স্থানে থাকা গুজরাট ৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। পয়েন্ট পায়নি একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছেন স্মৃতি মন্ধানারা।
বাকি দলগুলির চেয়ে এগিয়ে থাকলেও, মুম্বই ইন্ডিয়ানসের কাছে মঙ্গলবারের ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক স্নেহ রানা। কিন্তু তাঁর দলের বোলাররা মুম্বইয়ের ব্যাটারদের অল্প রানে আটকে রাখতে পারেননি। ৮ উইকেটে ১৬২ রান করে মুম্বই। ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। চতুর্থ বলেই হেলি ম্যাথুজকে ফিরিয়ে দেন অ্যাশলে গার্ডনার (০)। তবে অপর ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া (৪৪) ও ৩ নম্বরে ব্যাটিং করতে নামা ন্যাট স্কিভার-ব্রান্ট (৩৬) দলকে ভালো জায়গায় পৌঁছে দেন। ৪ নম্বরে ব্যাটিং করতে নামা হরমনপ্রীত ৫১ রান করেন। অ্যামেলিয়া কের করেন ১৯ রান। মুম্বইয়ের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। গুজরাটের হয়ে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন গার্ডনার। ১ উইকেট করে নেন স্নেহ, কিম গারথ ও তনুজা কাঁওয়ার।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই সোফিয়া ডানক্লির (০) উইকেট হারায় গুজরাট। এরপর আর তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। কিছুটা লড়াই করার চেষ্টা করেন হারলিন দেওল (২২), সাবভিনেনি মেঘনা (১৬), স্নেহ (২০) ও সুষমা ভার্মা (১৮ অপরাজিত)। ৯ উইকেটে ১০৭ রান করেই থেমে যায় গুজরাট। মুম্বইয়ের হয়ে ৩ উইকেট করে নেন স্কিভার-ব্রান্ট ও ম্যাথুজ। ২ উইকেট নেন অ্যামেলিয়া। ১ উইকেট নেন ইসি উং।
এই জয়ের পর হরমনপ্রীত বলেছেন, 'এই সাফল্যের কৃতিত্ব দলের সাপোর্ট স্টাফ ও সব খেলোয়াড়ের। আমরা যেভাবে খেলছি সেভাবেই খেলে যেতে চাই। আমরা সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলছি। দলের জন্য সবাই ভালো খেলতে চাইছি। আমি এই দল নিয়ে খুব খুশি।'
আরও পড়ুন-
শ্রেয়াস আইয়ারের পরিবর্তে কে হবেন কেকেআর অধিনায়ক? অনেক নাম নিয়ে জল্পনা
বড় রান না পাওয়ার আক্ষেপ কুরে কুরে খাচ্ছিল, দ্রাবিড়কে বললেন বিরাট
কয়েকদিন পরেই শুরু হচ্ছে আইপিএল, বাড়িতেই প্রস্তুতিতে ব্যস্ত হার্দিক-ক্রুণাল