বিসিসিআই-এর চুক্তি থেকে ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারের বাদ পড়া নিয়ে ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটাররা দ্বিধাবিভক্ত।
ঘরোয়া ক্রিকেটে খেলতে রাজি না হওয়ায় নাম না করে ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারের তীব্র সমালোচনা করলেন কপিল দেব। এই দুই ক্রিকেটারকে চুক্তি থেকে বাদ দেওয়ায় বিসিসিআই-এর প্রশংসাও করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর মতে, ঘরোয়া ক্রিকেটের গরিমা বজায় রাখার জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা ঠিকই হয়েছে। ১৯৮৩ সালের বিশ্বকাপে কপিলের সতীর্থ কীর্তি আজাদ দাবি করেছেন, বিরাট কোহলি, রোহিত শর্মারও ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। এবার কপিল দেবও এ বিষয়ে বিসিসিআই-এর পাশে দাঁড়ালেন। ফলে ভারতীয় ক্রিকেটে চলতি বিতর্ক নতুন মোড় নিল।
ঈশান-শ্রেয়াসের সমালোচনায় কপিল
ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলতে রাজি না হওয়া নিয়ে ঈশান ও শ্রেয়াসের নাম না করে কপিল দেব বলেছেন, 'হ্যাঁ, কয়েকজন ক্রিকেটারকে বিসিসিআই-এর এই সিদ্ধান্তের ফল ভুগতে হবে। কয়েকজন ক্রিকেটারের তো সমস্যা হবেই। ওদের এই সমস্যা হলে হোক। কেউ দেশের চেয়ে বড় নয়। ঘরোয়া ক্রিকেটের গরিমা রক্ষা করার জন্য বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলার পরেই ঘরোয়া ক্রিকেটে খেলা এড়িয়ে যাচ্ছিল। সেটা দেখে আমার খুব খারাপ লাগছিল। ঠিক সময়েই বার্তা দিয়েছে বিসিসিআই। এই কঠোর পদক্ষেপ ঘরোয়া ক্রিকেটের গরিমা রক্ষা করার ক্ষেত্রে কার্যকরী হবে।'
বিসিসিআই-এর সিদ্ধান্তে বিপাকে ঈশান-শ্রেয়াস
গত কয়েক মাস ধরেই মাঠের বাইরে ঈশান। বিসিসিআই-এর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হলেও তিনি ঘরোয়া ক্রিকেটে খেলেননি। শ্রেয়াসও ফিট হয়ে ওঠার পর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেননি। এই কারণেই তাঁদের চুক্তি থেকে বাদ দিয়েছে বিসিসিআই। এই কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কপিল দেব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Shreyas Iyer: বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়ে রঞ্জি ট্রফি সেমি-ফাইনাল খেলছেন শ্রেয়াস
Indian Cricket: বিরাট-রোহিতেরও রঞ্জি ট্রফিতে খেলা উচিত, দাবি কীর্তি আজাদের