WTC Final 2023: তৃতীয় দিনের শেষে ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, চাপে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন এড়াতে পারলেও, মোটেই ভালো জায়গায় নেই ভারতীয় দল। এই ম্যাচে হার এড়ানো কঠিন।

Web Desk - ANB | Published : Jun 9, 2023 5:19 PM IST / Updated: Jun 09 2023, 11:19 PM IST

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১২৩। ভারতীয় দলের চেয়ে ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। দিনের শেষে অপরাজিত প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করা মার্নাস লাবুশেন (৪১) ও ক্যামেরন গ্রিন (৭)। আউট হয়ে গিয়েছেন উসমান খাজা (১৩), ডেভিড ওয়ার্নার (১), স্টিভ স্মিথ (৩৪) ও ট্রেভিস হেড (১৮)। ভারতের হয়ে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে শতরান করা স্মিথ ও হেডকে আউট করে দিয়েছেন জাদেজা। ৪১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন উমেশ যাদব। চলতি ম্যাচে এই প্রথম উইকেট পেলেন উমেশ।

শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ১২৯ বলে ৮৯ রানের অসাধারণ ইনিংস খেলেন অজিঙ্কা রাহানে। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। ১০৯ বলে ৫১ রানের অসাধারণ ইনিংস খেলেন শার্দুল ঠাকুর। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। দ্বিতীয় দিন ৪৮ রান করেছিলেন জাদেজা। দলের ২৯৬ রানের মধ্যে জাদেজা, শার্দুল ও রাহানে মিলে ১৮৮ রান করেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা করেন ১৫ রান। শুবমান গিল করেন ১৩ রান। চেতেশ্বর পূজারা করেন ১৪ রান। বিরাট কোহলিও ১৪ রান করেন। কে এস ভরত করেন ৫ রান। উমেশও করেন ৫ রান। মহম্মদ সামি করেন ১৩ রান। ০ রানে অপরাজিত থাকেন সিরাজ। অস্ট্রেলিয়ার হয়ে ৮৩ রান দিয়ে ৩ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। ৭১ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন স্কট বোল্যান্ড। ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন গ্রিন। ১৯ রান দিয়ে ১ উইকেট নেন নাথান লিয়ন।

এর আগে প্রথম ইনিংসে ৪৬৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বাধিক ১৬৩ রান করেন হেড। ১২১ রান করেন স্মিথ। ৪৩ রান করেন ওয়ার্নার। ৪৮ রান করেন অ্যালেক্স কেরি। ২৬ রান করেন লাবুশেন। ভারতীয় দলের হয়ে ১০৮ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ। ১২২ রান দিয়ে ২ উইকেট নেন সামি। ৮৩ রান দিয়ে ২ উইকেট নেন শার্দুল। ৫৬ রান দিয়ে ১ উইকেট নেন জাদেজা। 

আরও পড়ুন-

WTC Final 2023: রাহানে-শার্দুলের লড়াই, ১৭৩ রানে পিছিয়ে থেকে অলআউট ভারত

WTC Final 2023: 'অন্যদের মতামতের কারাগার থেকে মুক্ত', নিন্দুকদের জবাব বিরাট কোহলির

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!