সংক্ষিপ্ত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে লড়াই করলেন শুধু অজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুর। বাকিরা সবাই ব্যর্থ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিন প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৭৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের ২৯৬ রানের মধ্যে ৮৯ রান করেন অজিঙ্কা রাহানে এবং ৫১ রান করেন শার্দুল ঠাকুর। ৪৮ রান করেন রবীন্দ্র জাদেজা। বাকিরা কেউই লড়াই করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। ২ উইকেট করে নিয়েছেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন। ১ উইকেট নেন নাথান লিয়ন। ম্যাচের যা পরিস্থিতি তাতে ভারতের জয়ের আশা ক্ষীণ। এখন অস্ট্রেলিয়ারই পাল্লা ভারী।
এই ম্যাচে ভারতীয় দল একাধিক ভুল করেছে। এর মধ্যে প্রধান দু'টি ভুল হল অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে না রাখা এবং টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়া। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই এই দু'টি সিদ্ধান্তের সমালোচনা করেছেন। প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া। ১৬৩ রান করেন ট্রেভিস হেড। ১২১ রান করেন স্টিভ স্মিথ। ৪৮ রান করেন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স কেরি। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৪৩ রান। মার্নাস লাবুশেন করেন ২৬ রান। ভারতের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২ উইকেট করে নেন মহম্মদ সামি ও শার্দুল ঠাকুর। ১ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
রান তাড়া করতে নেমে ৭১ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসে ভারতীয় দল। ১৫ রান করে আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা। অপর ওপেনার শুবমান গিল করেন ১৩ রান। চেতেশ্বর পূজারা করেন ১৪ রান। বিরাট কোহলিও ১৪ রান করে আউট হয়ে যান। এরপর জাদেজাকে নিয়ে লড়াই শুরু করেন রাহানে। তাঁরা দলের রান ১৪২-এ পৌঁছে দেন। দ্বিতীয় দিনের শেষদিকে আউট হয়ে যান জাদেজা। এরপর তৃতীয় দিনের শুরুতেই ৫ রান করে আউট হয়ে যান কে এস ভরত। সেই পরিস্থিতিতে শার্দুলকে নিয়ে লড়াই শুরু করেন রাহানে। এই জুটিতে যোগ হয় ১০৯ রান। রাহানে আউট হয়ে যাওয়ার পর বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতের ইনিংস। উমেশ যাদব করেন ৫ রান। সামি করেন ১৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে ০ রানে অপরাজিত থাকেন সিরাজ।
ভারতীয় দল যদি দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে দিতে পারে, তাহলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে। না হলে গতবারের মতোই রানার্স হতে হবে।
আরও পড়ুন-
WTC Final 2023: 'অন্যদের মতামতের কারাগার থেকে মুক্ত', নিন্দুকদের জবাব বিরাট কোহলির
ICC World Cup 2023: ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপ, বিশ্বকাপ
শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস