WTC Final 2023: চ্যাম্পিয়নশিপ জিততে চাই, বলে দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

বুধবার শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ইংল্যান্ডের মাটিতে খেলা হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

Web Desk - ANB | Published : Jun 6, 2023 5:50 PM IST / Updated: Jun 07 2023, 12:05 AM IST

ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার আগে এক বা একাধিক বড় ট্রফি জিততে চান রোহিত শর্মা। প্রথম সুযোগ আসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারতীয় দল। বুধবার শুরু হচ্ছে লড়াই। তার আগে মঙ্গলবার রোহিত বলেছেন, ‘আমি অধিনায়ক পদ থাকি বা অন্য কেউ, এমনকী অতীতেও যাঁরা ভারতীয় দলের অধিনায়ক পদে ছিলেন, প্রত্যেকেরই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা ছিল। সবাই যত বেশি সম্ভব ম্যাচ ও চ্যাম্পিয়নশিপ জেতার চেষ্টা করেছেন। আমিও একই লক্ষ্য নিয়ে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছি। আমি ম্যাচ জিততে চাই, চ্যাম্পিয়নশিপ জিততে চাই। সেটার জন্যই সবাই খেলে। কয়েকটি খেতাব, অসাধারণ সিরিজ জিততে পারলে ভালোই লাগবে। তবে আমরা ম্যাচ ও চ্যাম্পিয়নশিপ জেতা নিয়ে খুব বেশি চিন্তা করে নিজেদের উপর চাপ সৃষ্টি করতে চাই না। সব অধিনায়কই চ্যাম্পিয়নশিপ জিততে চায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিছু নয়। আমিও বাকি অধিনায়কদের মতোই চ্যাম্পিয়নশিপ জিততে চাই। চ্যাম্পিয়নশিপ জয়ই খেলার আসল ব্যাপার। আমি যদি এক বা একাধিক চ্যাম্পিয়নশিপ জিততে পারি তাহলে দারুণ ব্যাপার হবে। আমি ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার আগে চ্যাম্পিয়নশিপ জিততে চাই।’

২০১৩ সালের পর থেকে এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। তবে এ ব্যাপারে বেশি ভাবতে নারাজ রোহিত। তিনি বলেছেন, ‘আমরা কোন টুর্নামেন্টে জয় পেয়েছি আর কোন টুর্নামেন্টে হেরে গিয়েছি সেটা জানি। ক্রমাগত সেটা নিয়ে ভেবে লাভ নেই। টি-২০ বিশ্বকাপের সময়ও আমাকে একই প্রশ্ন করা হয়েছিল। কী করতে হবে সেটা খেলোয়াড়রা জানে। আমরা কীভাবে ভালো ফল করতে পারি, শুধু সেটা নিয়েই ভাবছি।’

Latest Videos

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগের দিন পর্যন্ত স্পষ্ট নয় ভারতীয় দল ৪ পেসার ও ১ স্পিনার না ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে খেলবে। এ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমি বলিনি (রবিচন্দ্রন) অশ্বিন খেলবে না। আমরা বুধবার পর্যন্ত অপেক্ষা করব। কারণ, এখানে আমরা একটা জিনিস দেখেছি, রোজ পিচের অবস্থা বদলে যাচ্ছে। মঙ্গলবার পিচ দেখে যেরকম মনে হচ্ছে, বুধবার হয়তো অন্যরকম মনে হতে পারে। ফলে কিছুই বলা যাচ্ছে না। দলের সবার কাছে একটা বার্তা পরিষ্কার, ১৫ জনকেই যে কোনও সময় খেলতে নামার জন্য তৈরি থাকতে হবে। আমি সোমবার পিচ দেখেছিলাম। মঙ্গলবার আর পিচ দেখার সুযোগ পাইনি। তবে হ্যাাঁ, পিচ দেখে মনে হচ্ছে পেসাররা সাহায্য পেতে পারে। আকাশ মেঘলা থাকলে সিমাররা একটু বেশিই সাহায্য পাবে। আমি জানি না কীভাবে হয়, কিন্তু বিশ্বের এই প্রান্তে পিচ প্রায়ই বদলে যায়। আমরা ওভালে যখন শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলাম তখন একইরকম পরিস্থিতি ছিল।’

আরও পড়ুন-

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম একাদশে থাকবেন অশ্বিন?

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আঙুলে চোট রোহিত শর্মার

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul