WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আঙুলে চোট রোহিত শর্মার

বুধবার শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতীয় দলের অন্যতম ভরসা অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বড় রান পাওয়া ভারতীয় দলের জন্য জরুরি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার ঠিক আগে নেটে ব্যাটিং করার সময় চোট পেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন ভারতের অধিনায়ক। মঙ্গলবারও সকাল থেকে লন্ডনের আকাশ ছিল মেঘে ঢাকা। এদিন ভারতীয় দলের বাধ্যতামূলক অনুশীলন ছিল না। তবে ভারতীয় দলের ৪ সদস্য অনুশীলনে হাজির হন। তাঁদেরই অন্যতম ছিলেন রোহিত। তাঁর সঙ্গে অনুশীলন করতে যান অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন, পেসার উমেশ যাদব ও উইকেটকিপার কে এস ভরত। নেট বোলাররাও অনুশীলনে ছিলেন। থ্রোডাউনে ব্যাটিং অনুশীলন করছিলেন রোহিত। হঠাৎ একটি বল তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে লাগে। যন্ত্রণায় সেই আঙুল চেপে ধরেন ভারতের অধিনায়ক। এরপর তিনি আর ব্যাটিং করেননি। যদিও প্রাথমিকভাবে মনে হয়েছে চোট গুরুতর নয়। তাঁর খেলা নিয়ে সংশয় নেই। বিসিসিআই সূত্রেও জানা গিয়েছে, রোহিতের চোট নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। বুধবার ওভালে তিনিই ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন।

লন্ডনের দ্য ওভালে টেস্ট ক্রিকেটের ইতিহাস বহু পুরনো। ১৮৮০ সালে এই মাঠে প্রথমবার টেস্ট ম্যাচ হয়। এই মাঠের ইতিহাসে প্রথমবার টেস্ট ম্যাচ হচ্ছে জুনে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ওভালের ইতিহাসে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম ৩ দিন আকাশ পরিষ্কার থাকবে। শনি ও রবিবার ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। ফলে ভালোভাবেই ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে। যদিও ইংল্যান্ডের আবহাওয়া সম্পর্কে আগাম কিছু বলা যায় না। এর আগে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ৫ দিনই পরিষ্কার আকাশ থাকবে। রোদ ঝলমলে আকাশের সঙ্গে বাতাস বইবে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল। কিন্তু এখন বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে। গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বৃষ্টি হয়েছিল। সেই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারতীয় দল। তাই এবার আর বৃষ্টি চাইছে না ভারতীয় দল।

Latest Videos

বুধবার লন্ডনের সময় অনুযায়ী ম্যাচ শুরু সকাল সাড়ে ১০টায়। সোমবার ও মঙ্গলবার সকালের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বুধবারও একই পরিস্থিতি থাকলে ভারতীয় দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে। পিচ থেকে স্যুইং আদায় করে নিতে তৈরি মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদবরা।

আরও পড়ুন-

WTC Final 2023: ৩ বিভাগই ভারতীয় দলের শক্তি, দাবি অধিনায়ক রোহিত শর্মার

WTC Final 2023: অস্ট্রেলিয়ার চেয়ে ভারতের বোলিং লাইনআপ পিছিয়ে নেই, মত গ্রেগ চ্যাপেলের

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও