WTC Final 2023: ৩ বিভাগই ভারতীয় দলের শক্তি, দাবি অধিনায়ক রোহিত শর্মার

দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এবার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াই ভারতের লক্ষ্য।

Web Desk - ANB | Published : Jun 6, 2023 10:03 AM IST / Updated: Jun 06 2023, 04:37 PM IST

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে নিজের দল নিয়ে আশাবাদী ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের আগে আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, 'আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছি। আমরা ভালো ক্রিকেট খেলেছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কঠিন প্রতিযোগিতা। ফাইনালে পৌঁছনোর জন্য আমাদের ২ বছর ধরে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে হয়েছে। ভালো পারফরম্যান্স দেখাতে হলে ক্রিকেটের ৩ বিভাগেই ভালো খেলা জরুরি। আমাদের দলের ৩ বিভাগই শক্তিশালী। ওভাল দু'দলের কাছেই নিরপেক্ষ মাঠ। কোনও দলই ঘরের মাঠে দর্শকদের সমর্থন পাচ্ছে না। যদিও ইংল্যান্ডে খেলা হলে আমরা সবসময়ই অন্য কোনও দেশের চেয়ে বেশি সমর্থন পাই। এখানে খেলতে সবসময় ভালো লাগে। নিরপেক্ষ কেন্দ্রে খেলতে সবসময় ভালো লাগে।'

রোহিত আরও বলেছেন, 'ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বিতা ২ বা ৩ বছরের নয়। এই দুই দলের লড়াইয়ের অনেক ইতিহাস আছে। সেই কারণেই এই দুই দলের লড়াই আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। শুধু খেলোয়াড়দের কাছেই নয়, সারা বিশ্বের দর্শকদের কাছেও এই লড়াই আকর্ষণীয়।'

Latest Videos

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেও নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স হয় ভারতীয় দল। সেবার ম্যাচ হয়েছিল সাদাম্পটনে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতীয় ব্যাটাররা। এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারতীয় দল। রোহিত বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আমাদের জন্য সবকিছু। এটাই সেরা ফর্ম্যাট। এই ফর্ম্যাটে খেলাই সবচেয়ে কঠিন। এই ফর্ম্যাটের শীর্ষে থাকতে পারলে দুর্দান্ত ব্যাপার হবে। কারণ, এক বা দুই মাসের লড়াই নয়, গত কয়েক বছর ধরে আমাদের লড়াই চালিয়ে যেতে হয়েছে।’

কয়েক মাস আগেই দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে ২-১ ফলে হারিয়ে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে পৌঁছে যায় ভারত। অ্যাওয়ে সিরিজে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন রোহিতরা। এবার ওভালে চূড়ান্ত লড়াই। ইংল্যান্ডের পিচ থেকে সাহায্য পেয়ে থাকেন পেসাররা। ভারতীয় দলে আছেন মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদবরা। তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। চ্যাম্পিয়ন হতে গেলে ভারতের ব্যাাটারদেরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। ভারতীয় দলের ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা রোহিত, বিরাট কোহলি, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে। তাঁরা ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।

আরও পড়ুন-

WTC Final 2023: ঈশান কিষান না কে এস ভরত, ভারতীয় দলে উইকেটকিপার হিসেবে কে খেলবেন?

WTC Final 2023: অস্ট্রেলিয়ার চেয়ে ভারতের বোলিং লাইনআপ পিছিয়ে নেই, মত গ্রেগ চ্যাপেলের

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda