WTC Final 2023: ২০ বছর আগের সৌরভের মতোই টসে জিতে ফিল্ডিং নিয়ে ভুল করলেন রোহিত?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শুরুটা ভালো করলেও, দিনের শেষে একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল ভারতীয় দলকে। এই ম্যাচে ভারতের লড়াই কঠিন হয়ে গেল।

২০০৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ডুবেছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০ বছর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে কি ট্রফি হাতছাড়া করে ফেললেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা? প্রথম দিনের খেলা তেমনই ইঙ্গিত দিচ্ছে। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩২৭। ট্রেভিস হেড ১৪৬ ও স্টিভ স্মিথ ৯৫ রানে অপরাজিত। ইংল্যান্ডের পিচে মেঘলা আবহাওয়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলে দেবেন মহম্মদ সিরাজ, মহম্মদ সামিরা, এমনই আশা করেছিল ভারতীয় দল। যে কারণে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে বাড়তি পেসার দলে রাখা হয়। কিন্তু রোহিত-রাহুল দ্রাবিড়ের যাবতীয় পরিকল্পনাই ভেস্তে গেল। এই ম্যাচে ভারতের ফিরে আসা খুব কঠিন।

বুধবার যখন ম্যাচ শুরু হয়, তখন মেঘলা আকাশ ছিল। চতুর্থ ওভারে ২ রানের মাথায় ওপেনার উসমান খাজার (০) উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেই সময় মনে হচ্ছিল ভারতের পরিকল্পনা কার্যকর হতে চলেছে। কিন্তু এরপরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। এই জুটির লড়াইয়ে চাপে পড়ে যায় ভারতের বোলিং লাইনআপ। তারপরেও অবশ্য ম্যাচে ফেরার আশা তৈরি করেছিল ভারত। প্রথম সেশনের শেষদিকে দলের ৭১ রানের মাথায় আউট হয়ে যান ওয়ার্নার (৪৩)। এরপর অস্ট্রেলিয়ার ৭৬ রানের মাথায় আউট হয়ে যান লাবুশেন (২৬)। এখানেই ভারতের বোলারদের সাফল্যের পালা শেষ হয়ে যায়। দিনের বাকি সময়টা ২২ গজে রাজত্ব করলেন স্মিথ ও হেড। ভারতের হয়ে ১ উইকেট করে নিয়েছেন সামি, সিরাজ ও শার্দুল ঠাকুর। কিন্তু কোনও বোলারই দাপট দেখাতে পারেননি। দলের একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজা ১৪ ওভার বোলিং করে ৪৮ রান দিয়েছেন। উমেশ যাদব ১৪ ওভারে ৫৪ রান দিয়েছেন। তাঁর পরিবর্তে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখানো অশ্বিনকে খেলানো হলে কি এর চেয়েও খারাপ হত?

Latest Videos

ম্যাচ শুরু হওয়ার আগের দিনই রোহিত বলেছিলেন, তিনি পিচের চরিত্র ঠিকমতো বুঝতে পারছেন না। তাঁর মনে হচ্ছে পিচ বিভিন্ন সময়ে ভিন্ন আচরণ করছে। প্রথম দিন পিচ যে ব্যাটারদের সাহায্য করবে সেটাও হয়তো বুঝতে পারেননি ভারতের অধিনায়ক। পিচের আচরণ বুঝতে ভুল হওয়ার খেসারত দিতে হচ্ছে ভারতীয় দলকে।

আরও পড়ুন-

WTC Final 2023: ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যান্ড পরে খেলছে ২ দল

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কি হানা দেবে বৃষ্টি?

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury