WPL 2025 Final: হরমনপ্রীতের দুরন্ত লড়াই! ফাইনালে হার দিল্লীর, দ্বিতীয়বার চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

Published : Mar 16, 2025, 12:43 AM IST
WPL Champion Mumbai Indians

সংক্ষিপ্ত

একাই যেন ফাটিয়ে দিলেন হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। আর সেইসঙ্গে জয় পেল মুম্বই।

WPL 2025: খেলা দেখে রীতিমতো মনে হচ্ছিল, হরমনপ্রীত অন্য কোনও পিচে ব্যট করছেন। আর এদিন হরমনপ্রীত না থাকলে মহিলাদের আইপিএল ফাইনালে (WPL Final) মুম্বই ১০০ রান আদৌ করতে পারত কিনা সন্দেহ। কার্যত, ৪৪ বলে ৬৬ রান করলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।

কিন্তু যোগ্য সঙ্গত করার জন্য কাউকে পেলেন না। সবথেকে বড় বিষয়, নিচের সারির ব্যাটাররা শুধু কয়েকটি বড় শট খেললেন। ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে মুম্বই। আর প্রথমবারের জন্য মহিলাদের আইপিএল জিততে হলে দিল্লীর দরকার ছিল মাত্র ১৫০ রান।

তবে শুরুতে বেশ ধাক্কা খায় মুম্বই। যে ওপেনিং জুটি গত দুটি ম্যাচে দলকে ভালো সার্ভিস দিয়েছিলেন, সেই হেইলি ম্যাথুজ় এবং যস্তিকা ভাটিয়ার ব্যাটে ভালো রান আসেনি। এই ম্যাচে মারিজেন কাপ দুর্দান্ত বোলিং করেন। তাঁর বল দুদিকেই বেশ ভালো স্যুইং করছিল। এমনকি, সেই ম্যাথুজ়কেও ফাঁদে ফেলেন কাপ।

পরপর আউটসুইং করতে করতে একটি বল দুম করে ভিতরে ঢোকান তিনি। আর তা বুঝতে না পেরে ৩ রান করে বোল্ড হয়ে যান ম্যাথুজ়। নিজের পরের ওভারে ৮ রানের মাথায় যস্তিকাকেও ফেরান সেই কাপ। স্বাভাবিকভাবেই, ১৪ রানে ২ উইকেট পড়ে যায় মুম্বইয়ের। এদিকে পাওয়ার প্লে-তে ওঠে মাত্র ২০ রান। খেলায় টানা চার ওভার বল করেন কাপ। শুধু তাই নয়, ১১ রান দিয়ে ২ উইকেট নেন। একটা সময় ধুঁকতে থাকা মুম্বইয়ের ইনিংসে ধরেন অভিজ্ঞ ন্যাট শিভার-ব্রান্ট এবং অধিনায়ক হরমনপ্রীত কউর।

শুরুতে কিছুটা ধরে খেলতে শুরু করেন তারা। তবে পাওয়ার প্লে-র পরেই হাত খোলেন হরমনপ্রীত। বলের গতিকে ব্যবহার করে একের পর এক বড় শট মারতে শুরু করে দেন তিনি। একেবারে দাবাং মোডে চলে যান মুম্বই অধিনায়ক। আর তাতেই চাপে পড়ে যায় দিল্লী ক্যাপিটালস।

মাত্র ৩৩ বলেই হাফ সেঞ্চুরি করেন হরমনপ্রীত। চলতি মরশুমে ৫০০-রও বেশি রান করেছেন তিনি। ইংল্যান্ডের এই ক্রিকেটার জানতেন যে, এই জুটিকে শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকতেই হবে। ঠিক সেইভাবেই খেলছিলেন তারা। তবে শেষপর্যন্ত ১৪৯ রানে গিয়ে থামল তাদের ইনিংস।

কিন্তু জবাবে ব্যাট করতে নেমে তথৈবচ অবস্থা তৈরি হয় দিল্লীর। দ্রুত ৩ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যান মেগ ল্যানিংরা। তিন উইকেটের পতনের পর লড়াই শুরু করেন জেমাইমা রদ্রিগেজ এবং মারিজান কাপ। জেমাইমা ২১ বলে ৩০ রান করেন। আর কাপ ২৬ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। শেষপর্যন্ত দিল্লীর ইনিংস শেষ হল ১৪১ রানে। বলা চলে, স্নায়ুর চাপ সামলে আরও একবার WPL খেতাব জিতে নিলেন হরমানপ্রীত কউররা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?