ব্যক্তিগত কারণে, এলিস পেরি এই মরশুম থেকে সরে দাঁড়িয়েছেন। বিভিন্ন দলের প্রধান ক্রিকেটাররা হলেন মুম্বইয়ের হরমনপ্রীত, আরসিবি-র স্মৃতি মান্ধানা, দিল্লীর জেমিমা, ইউপি-র ল্যানিং এবং গুজরাতের গার্ডনার। ৯ই জানুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিটে, নভি মুম্বইয়ে প্রথম ম্যাচের মধ্য দিয়ে মরশুম শুরু হবে। এই মরশুমে ১০ এবং ১৭ জানুয়ারি, দুটি ডবল হেডার রয়েছে। দুপুরের ম্যাচটি ৩:৩০ মিনিটে এবং সন্ধ্যার ম্যাচটি ৭:৩০ মিনিটে শুরু হবে। প্লে-অফের খেলা হবে ভাদোদরায়।