WPL Auction 2026: নিলামের টেবিলে রীতিমতো লড়াই চলল দিল্লী, গুজরাত এবং বেঙ্গালুরুর মধ্যে। সবশেষে দিল্লীকে টপকে গুজরাত জায়ান্টস ২ কোটি টাকার বিনিময়ে কিনল ডিভাইনকে।
WPL Auction 2026: উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলাম ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার, দিল্লীতে অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের আইপিএল-এর মেগা অকশন (wpl 2026 auction)। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই কর্মযজ্ঞ (wpl auction 2026)।
মহিলাদের আইপিএল-এর মেগা নিলাম তুঙ্গে
নিলামের টেবিলে রীতিমতো লড়াই চলল দিল্লী, গুজরাত এবং বেঙ্গালুরুর মধ্যে। সবশেষে দিল্লীকে টপকে গুজরাত জায়ান্টস ২ কোটি টাকার বিনিময়ে কিনল ডিভাইনকে। এদিকে রাইট টু ম্যাচ কার্ড দেখায় ইউপি। দিল্লী জানায়, তারা ৩.২ কোটি টাকা দিতে রাজি আছে। সেই দাবি মেনে নেয় ইউপি ওয়ারিয়র্স। ফলে, পুরনো দলে ফিরে এলেন দীপ্তি শর্মা। অন্যদিকে, ৩ কোটি টাকাতে মুম্বই ছিনিয়ে নিল অ্যামেলিয়াকে।
৬০ লক্ষ টাকার বিনিময়ে গুজরাতে যোগ দিচ্ছেন রেণুকা সিং। ৮৫ লক্ষ টাকায় ইউপিতেই থাকলেন সোফি। অন্যদিকে, মেগ ল্যানিংকে ১.৯ কোটি টাকায় কিনল ইউপি ওয়ারিয়র্স। অ্যালিসা হিলি অবিক্রিত থেকে গেলেন। চোটের কারণে, নিলামের তালিকা থেকে নাম তুলে নেনে জেস জোনাসেন।

৭০ লক্ষ টাকাতে গুজরাতে থেকে গেলেন ভারতী ফুলমালি। দক্ষিণ আফ্রিকার ব্রিটসকে নিলামে কিনল না কোনও দল। ১.২০ কোটি টাকাতে অস্ট্রেলিয়ান ওপেনার লিচফিল্ডকে কিনল ইউপি। ৬০ লক্ষ টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যাচ্ছেন জর্জিয়া।
কিরণ আবারও খেলবেন ইউপি-র হয়ে। মূল্য ৬০ লক্ষ টাকা। দিল্লী ক্যাপিটালস ১.৩০ কোটি টাকার বিনিময়ে দলে নিল ওয়েস্ট ইন্ডিজ়ের চিনেল হেনরি এবং ভারতীয় তারকা শ্রী চরণীকে।
একাধিক তারকার ছড়াছড়ি
দিন ডি’ক্লার্ককে ৬৫ লক্ষ টাকার বিনিময়ে কিনে নিল আরসিবি। স্নেহ রানাও যাচ্ছেন দিল্লীতে। মূল্য ৫০ লক্ষ। রাধা যাদবকে ৬৫ লক্ষ টাকা দিয়ে কিনল বেঙ্গালুরু। হরলীন দেওলকে ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিল ইউপি।

লরেনকে ৯০ লক্ষ টাকা দিয়ে কিনল আরসিবি। এদিকে ৩০ লক্ষ টাকায় দিল্লীতে লিজ়েল। লরেনকে ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছে বেঙ্গালুরু। ক্রান্তি গেলেন ইউপি-তে। এক্ষেত্রে মূল্য ৫০ লক্ষ টাকা। ৬০ লক্ষ টাকার বিনিময়ে শবনিম গেলেন মুম্বইতে। বাংলার তিতাস সাধুকে ৩০ লক্ষ টাকা দিয়ে কিনল গুজরাত।
লিনসি স্মিথ ৩০ লক্ষ টাকা দিয়ে কিনল আরসিবি। কলকাতার সাইকাকে ৩০ লক্ষ টাকা দিয়ে কিনল মুম্বই। ১.১ কোটির টাকার বিনিময়ে ভারতীয় স্পিনার আশা শোভনা গেলেন ইউপি ওয়ারিয়র্সে। শিখা পাণ্ডেও একই দলে। মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা।
বিশ্বকাপজয়ী অরুন্ধতীকে ৭৫ লক্ষ টাকায় কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, ৮৫ লক্ষ টাকায় পূজা বস্ত্রকরকেও দলে নিয়েছে তারা। জর্জিয়া ওয়্যারহ্যামকে ১ কোটি টাকায় কিনেছে গুজরাত। প্রতীকা রাওয়ালকে ৫০ লক্ষ টাকায় কিনে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

