WPL 2026: দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে ৪৭ রানে ব্যাট করার সময়, হারলিনকে ইউপি ওয়ারিয়র্সের কোচ অভিষেক নায়ার প্যাভিলিয়নে ফিরিয়ে নেন।

WPL 2026: উইমেন্স প্রিমিয়ার লিগে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথম জয় পেল ইউপি ওয়ারিয়র্স (mumbai indians women vs up warriorz)। প্রথমে ব্যাট করে মুম্বইয়ের দেওয়া ১৬২ রানের লক্ষ্যমাত্রা, ম্যাচের ১১ বল এবং ৭ উইকেট বাকি থাকতেই ইউপি ওয়ারিয়র্স টপকে যায়। এই ম্যাচেও হারলিন দেওল অসাধারণ ইনিংস উপহার দেন। ৩৯ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি এবং অপরাজিত থেকে মাঠ ছাড়েন। হারলিনের ইনিংসে মোট ১২টি বাউন্ডারি ছিল (wpl 2026: miw vs upw)।

জবাব দিলেন হারলিন?

Scroll to load tweet…

দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে ৪৭ রানে ব্যাট করার সময়, হারলিনকে ইউপি ওয়ারিয়র্সের কোচ অভিষেক নায়ার প্যাভিলিয়নে ফিরিয়ে নেন। শেষ ওভারে, দ্রুত রান তোলার জন্য ক্লোয়ি ট্রাইয়নকে ক্রিজে পাঠাতে অভিষেক নায়ার হাফ-সেঞ্চুরিটিও করতে না দিয়ে হারলিনকে রিটায়ার্ড আউট হতে বলেন। কিন্তু বৃহস্পতিবারের ম্যাচে, সেই হারলিনই দুর্দান্ত ক্রিকেট উপহার দেন এবং দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 

সেইসঙ্গে, ১১ বলে ২৭ রান করে ক্লোয়ি ট্রাইয়নও হারলিনের সঙ্গে অপরাজিত থাকেন এদিন। ক্যাপ্টেন মেগ ল্যানিং ২৬ বলে ২৫ রান করেন এবং ফোবি লিচফিল্ড ২২ বলে ২৫ রান যোগ করেন স্কোরবোর্ডে।

View post on Instagram

ভালো স্কোর গড়ে মুম্বই ইন্ডিয়ান্স

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ন্যাট সিভার-ব্রান্ট, নিকোলা ক্যারি এবং আমনজ্যোত কৌরের ইনিংসে ভর করে একটি ভালো স্কোর গড়ে মুম্বই ইন্ডিয়ান্স। ৪৩ বলে ৬৫ রান করে ন্যাট সিভার-ব্রান্ট মুম্বইয়ের সর্বোচ্চ স্কোরার হন। 

আমনজ্যোত কৌর ৩৩ বলে ৩৮ রান করেন এবং নিকোলা ক্যারি ২০ বলে ৩২ রান করেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ১১ বলে ১৬ রান করে আউট হন এবং সজানা সজীবন দুই বলে এক রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।