WPL Auction 2026: আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন তারা (wpl auction news)। সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড কাপে তারা বিভিন্ন দেশের হয়ে কার্যত, দাপুটে ক্রিকেট উপহার দিয়েছেন। এবার এমন সাতজন ক্রিকেটারই আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগ তথা WPL-এর নিলামে ঝড় তুলতে পারেন (wpl auction rules)।
প্রসঙ্গত, নভেম্বর মাসেই হবে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। আর সেখানেই কোন সাতজন ক্রিকেটারের দিক নজর থাকবে? প্রথমেই আসা যাক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টের কথায়। ডব্লিউপিএল-এ তিনি গুজরাত জায়ান্টসের হয়ে খেলেছেন। ওয়ান ডে এবং টি-২০ মিলিয়ে গত তিনটি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক হলেন তিনি। তবে শেষ মহিলাদের আইপিএলে, মাত্র তিনটি ম্যাচেই খেলার সুযোগ পান লরা। শোনা যাচ্ছে, আসন্ন মরশুমের জন্য গুজরাত তাঁকে ধরে রাখতে পারে।
এবার কথা বলতেই হয় নাদিন ডি ক্লার্ককে নিয়ে। গত মরশুমে তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। তবে একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি তাঁর। কিন্তু আইসিসি মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক স্ট্রাইক রেটে রান রয়েছে তাঁর ঝুলিতে। এমনকি, তিনটি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছেন এই তারকা। সেইসঙ্গে, বলটাও ভালো করেন। তাই উইকেটও নিয়েছেন একাধিক। অতএব, মেগা নিলামে নজর থাকবে নাদিন ডি ক্লার্কের দিকেও। তবে মুম্বই তাঁকে ছাড়বে কিনা, সেই বিষয়ে কোনও কহবর নেই।
অন্যদিকে, ভারতের অন্যতম তারকা আমনজ্যোত কৌর গতবছর খেলেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। কিন্তু খুব একটা বেশি সুযোগ পাননি। তবে বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছেন এবং ব্যাটিং-বোলিং দুটি বিভাগেই যথেষ্ট পারদর্শী। ফলে, নিঃসন্দেহে তাঁকে ধরে রাখতে চাইবে মুম্বইও।
দিল্লী ক্যাপিটালসের অ্যানাবেল সাদারল্যান্ড এবার অস্ট্রেলিয়ার অন্যান্য অলরাউন্ডারদের মধ্যে বেশ ভালো খেলেছেন। দীপ্তি শর্মার পর সবচেয়ে বেশি উইকেট তাঁর দখলে। তাই দিল্লী সম্ভবত সাদারল্যান্ডকে ধরে রাখার চেষ্টা করবে। এদিকে দিল্লীর আরেক নির্ভরযোগ্য বোলার শ্রী চরণী গত মরশুমে মাত্র দুটি ম্যাচে খেলের সুযোগ পান। কিন্তু বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। তবে যদি দিল্লী তাঁকে ধরে না রাখে, তাহলে নিলামে তাঁকে নিয়ে বিরাট লড়াই দেখা যেতে পারে।
আরেকজন ক্রিকেটার, তিনিও দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলেছেন। মারিজ়ান কাপ দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ একজন অলরাউন্ডার। এবারের বিশ্বকাপেও খুব ভালো খেলেছেন। সবশেষে আসা যাক অ্যাশলি গার্ডনারের প্রসঙ্গে। তিনি গত মরশুমে গুজরাত জায়ান্টসের অধিনায়ক ছিলেন। এবারের বিশ্বকাপেও নজর কেড়েছেন। তাঁকেই কি অধিনায়ক রাখবে গুজরাত? বাকিটা উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।