
Big Bash League 15: ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে (Big Bash League 15) খেলার জন্য চুক্তিবদ্ধ হলেও, সিডনি থান্ডারের (Sydney Thunder) হয়ে খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। মঙ্গলবার এই খবর জানা গিয়েছে। চেন্নাইয়ে (Chennai) অনুশীলন করার সময় হাঁটুতে চোট পেয়েছেন এই তারকা। ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগের ১৫-তম মরসুমের খেলা। এই লিগের শুরু থেকেই খেলার ইচ্ছা ছিল অশ্বিনের। কিন্তু আপাতত তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ লিগ। তার মধ্যে ফিট হয়ে উঠলে কয়েকটি ম্যাচে খেলতে পারেন অশ্বিন। কিন্তু সেই আশা কম। অস্ট্রেলিয়ার এই লিগ থেকে কার্যত ছিটকে গেলেন অশ্বিন।
অশ্বিন জানিয়েছেন, ‘আসন্ন মরসুমের জন্য চেন্নাইয়ে অনুশীলন করার সময় আমার হাঁটুতে আঁঘাত লাগে। চোট সারানোর জন্য আমাকে অস্ত্রোপচার করাতে হয়েছে। এর ফলে আমার পক্ষে বিবিএল ১৫-তে খেলা সম্ভব হবে না। এ কথা বলা আমার পক্ষে কঠিন। আমি এই লিগে খেলার সুযোগ পেয়ে উত্তেজিত ছিলাম। অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে খেলতে চেয়েছিলাম। কিন্তু আমাকে এখন রিহ্যাবে থাকতে হচ্ছে। আমি সেরে ওঠার জন্য পরিশ্রম করছি। প্রত্যাবর্তনের চেষ্টা করছি। ক্লাবের সঙ্গে প্রথমবার কথা বলার সময় থেকেই আমি উষ্ণতা অনুভব করেছি। দলের সব কর্মী, খেলোয়াড়-সহ সবাই আমাকে আপন করে নিয়েছেন। আমি বল করার আগেই আমাকে আপন করে নেওয়ার জন্য ধন্যবাদ।’
অশ্বিন আরও বলেছেন, ‘আমি সব ম্যাচই দেখব। আমাদের মহিলা ও পুরুষ দলের জন্য গলা ফাটাব। রিহ্যাব যদি ঠিকঠাক হয় এবং আমি ভ্রমণ করার মতো অবস্থায় থাকি, চিকিৎসকরা অনুমতি দেন, তাহলে আমি মরসুমের শেষদিকে দলে যোগ দিতে পারি। তখন সবার সঙ্গে দেখা হবে। আমার ইচ্ছা থাকল। তবে কথা দিতে পারছি না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।