Yashasvi Jaiswal: এখন ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা যশস্বী জয়সোয়াল। আইপিএল-এর (IPL) পাশাপাশি জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ। সব ফর্ম্যাটে নিয়মিত খেলার সুযোগ পাওয়াই তাঁর লক্ষ্য।
KNOW
2026 ICC Men's T20 World Cup: টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখানোর পরেও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। তবে হাল ছাড়তে নারাজ যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন এই তরুণ। তিনি এক অনুষ্ঠানে বলেছেন, 'টি-২০ বিশ্বকাপে খেলাই আমার স্বপ্ন। আমি নিজের খেলায় মন দিচ্ছি। আমি সুযোগ পাওয়ার অপেক্ষায় আছি।' শুধু জাতীয় দলের সাধারণ খেলোয়াড় হিসেবে থাকাই নয়, ভবিষ্যতে সুযোগ পেলে জাতীয় দলের অধিনায়কও হতে চান এই তরুণ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি যদি সুযোগ পাই, তাহলে ভারতকে নেতৃত্ব দিতে চাই।’ বয়স কম হলেও, যশস্বীর আত্মবিশ্বাস তুঙ্গে। এই তরুণ যেভাবে নিজেকে তৈরি করছেন, তাতে তাঁর সব স্বপ্নই পূরণ হতে পারে।
সব ফর্ম্যাটেই নিয়মিত খেলতে চান যশস্বী
টেস্ট, টি-২০ ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন যশস্বী। তিনি সম্প্রতি ওডিআই ফর্ম্যাটেও খেলার সুযোগ পেয়েছেন। সম্প্রতি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) ওডিআই সিরিজে খেলেছেন এই তরুণ। প্রথম দুই ম্যাচে বড় রান না পেলেও, তৃতীয় ম্যাচে তিনি শতরান করেছেন। বিশাখাপত্তমেই (Visakhapatnam) ওডিআই ফর্ম্যাটে প্রথম শতরান করেছেন যশস্বী। এবার টেস্টের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও নিয়মিত খেলার সুযোগ পাওয়া এবং ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য। এই বয়সেই জাতীয় দলের ভরসা হয়ে উঠেছেন। ভবিষ্যতে আরও বড় দায়িত্ব নিতে চান যশস্বী।
নির্ভরযোগ্য ওপেনার যশস্বী
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার হয়ে উঠেছেন যশস্বী। তিনি সম্প্রতি টি-২০ ফর্ম্যাটে বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও, যখনই সুযোগ পেয়েছেন ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই তরুণ। তবে ওডিআই ফর্ম্যাটেও তিনি শতরান করেছেন। আগামী বছর টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপেও (2027 ICC Men's Cricket World Cup) খেলার স্বপ্ন দেখছেন যশস্বী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


