Rohit Sharma: পেশাদার ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন? কী জানালেন রোহিত শর্মা?

Published : Jul 15, 2024, 12:17 AM ISTUpdated : Jul 15, 2024, 12:33 AM IST
Rohit Sharma asking Question

সংক্ষিপ্ত

এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি আর কতদিন টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলবেন, সে বিষয়ে জল্পনা চলছে।

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন? হঠাৎই এই আলোচনা শুরু হয়েছিল। একটি অনুষ্ঠানে রোহিতকে এ বিষয়ে প্রশ্নও করা হয়। যাবতীয় জল্পনা-কল্পনা থামিয়ে দিয়েছেন ভাতের অধিনায়ক। তাঁর সাফ জবাব, ‘আমি যা বলার বলে দিয়েছি। আমি সুদূর ভবিষ্যতের কথা ভাবি না। ফলে স্পষ্ট জানাচ্ছি, আপনারা আমাকে আরও কিছুদিন খেলতে দেখবেন।’ রোহিতের এই জবাবের পর আপাতত আর তাঁর অবসর নিয়ে আলোচনার অবকাশ নেই। শ্রীলঙ্কা সফরে অবশ্য ভারতীয় দলে দেখা যাবে না এই তারকাকে। তবে দেশের মাটিতে বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলবেন রোহিত।

টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলবেন রোহিত

এবারের টি-২০ বিশ্বকাপ ফাইনালের পরেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে জাতীয় দল থেকে সরে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন রোহিত, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়। ১৭ বছর পর ফের একসঙ্গে ৩ তারকা ক্রিকেটার টি-২০ ফর্ম্যাট থেকে সরে গেলেন। তবে টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিলেও, বাকি ২ ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন রোহিত, বিরাট ও জাডেজা। রোহিত স্পষ্ট জানিয়েছেন, তিনি এখনই অবসর নিচ্ছেন না। বিরাট ও জাডেজা সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে তাঁরাও খেলা চালিয়ে যাবেন।

 

 

নতুনদের এগিয়ে দিচ্ছেন রোহিতরা

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সফলতম ব্যাটার বিরাট ও রোহিত। তাঁরা ভারতীয় দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন। তবে এবার নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দিলেন তাঁরা। যশস্বী জয়সোয়াল, অভিষেক শর্মাদের খেলার সুযোগ দিতেই টি-২০ ফর্ম্যাট থেকে সরে গেলেন রোহিত, বিরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: অনন্ত-রাধিকার বিয়েতে থাকলেন না, উইম্বলডন সেমি-ফাইনাল দেখতে গেলেন রোহিত শর্মা

Rohit Sharma: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নস ট্রফিতেও নেতা রোহিত, ঘোষণা জয় শাহের

বিশ্বকাপ জেতার পর কেন খেয়েছিলেন বার্বাডোজের মাটি? গোপন তথ্য ফাঁস করে সবাইকে অবাক করলেন রোহিত শর্মা

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম