
Bengal Cricketer Death: জিম করার সময়েই নেমে এল বিপত্তি। হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। নিঃসন্দেহে বলা চলে, বাংলার ক্রিকেটের এক উদীয়মান তারকা হিসেবেই পরিচিতি ছিলেন তিনি। মাত্র ২২ বছর বয়সে শেষ হয়ে গেল একটি প্রতিভা। জিম করার সময়, হঠাৎই অসুস্থ হয়ে পড়ে মারা যান তিনি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই ক্রিকেটারের।
প্রিয়জিৎ ঘোষ বাংলার রঞ্জি ট্রফি দলে জায়গা পেতে পারতেন। কারণ, তাঁর মধ্যে সেই প্রতিভা ছিল। বীরভূম জেলার বোলপুরের বাসিন্দা প্রিয়জিৎ ২০১৮-২০১৯ সালে অনূর্ধ্ব-১৬ জেলা পর্যায়ের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। তারপর থেকেই সবার নজরে চলে আসেন। তাঁর এই অপ্রত্যাশিত মৃত্যুতে বাংলার ক্রিকেট মহল নিঃসন্দেহে একজন উদীয়মান তারকাকে হারালো।
গত জুন মাসে, পাঞ্জাবের ফিরোজপুরে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে একজন ব্যাটার ছয় মারার পরেই মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সতীর্থরা সিপিআর দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর জীবন বাঁচানো যায়নি। গত সপ্তাহে হায়দ্রাবাদে ব্যাডমিন্টন খেলার সময় ২৬ বছর বয়সী একজন হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।
আর এবার বাংলায়। এক তরুণ ক্রিকেটারের মৃত্যু। জিম করার সময়েই নেমে এল বিপত্তি। হঠাৎ করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। নিঃসন্দেহে বলা চলে, বাংলার ক্রিকেটের এক উদীয়মান তারকা হিসেবেই পরিচিতি ছিলেন তিনি। মাত্র ২২ বছর বয়সে শেষ হয়ে গেল একটি প্রতিভা। জিম করার সময়, হঠাৎই অসুস্থ হয়ে পড়ে মারা যান তিনি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই ক্রিকেটারের।
তাঁর এই অপ্রত্যাশিত মৃত্যুতে বাংলার ক্রিকেট মহল নিঃসন্দেহে একজন উদীয়মান তারকাকে হারালো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।