শতরান করে পাকিস্তানকে হারালেন, ভারতীয় ক্রিকেট মহলে ফের নায়ক এবি ডিভিলিয়ার্স

Published : Aug 03, 2025, 01:27 PM ISTUpdated : Aug 03, 2025, 01:53 PM IST
AB de Villiers and Virat Kohli. (Photo- IPL)

সংক্ষিপ্ত

AB de Villiers: বিরাট কোহলির (Virat Kohli) প্রিয় বন্ধু এবি ডিভিলিয়ার্স ভারতীয় ক্রিকেট মহলে অত্যন্ত জনপ্রিয়। শনিবার রাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ফাইনালে (WCL 2025 Final) পাকিস্তানকে হারিয়ে ফের নায়ক হয়ে উঠলেন এবি।

DID YOU KNOW ?
ফের হার পাকিস্তানের
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ফাইনালে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা।

World Championship of Legends 2025 Final: এক সাক্ষাৎকারে তাঁকে বলা হয়েছিল, ‘আপনি ভারতে সবচেয়ে জনপ্রিয় অ-ভারতীয়।’ সে কথার প্রতিবাদ করে তিনি বলেছিলেন, ‘আমি ভারতীয়।’ শনিবার রাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস (Pakistan vs South Africa Legends) ম্যাচে ভারতের প্রতিনিধি হয়েই খেলতে নেমেছিলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। তিনি ভারতীয়দের হতাশ করলেন না। শতরান করে পাকিস্তানকে হারালেন এবি। ৯ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। গতবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে ভারতীয় দল। গ্রুপ লিগের পর সেমি-ফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। ফলে সেমি-ফাইনালে না খেলেই ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। তবে পরপর দু'বার ফাইনালে হেরে গেল পাকিস্তান। ফলে ভারতের ক্রিকেটপ্রেমীরা খুশি।

এবি-র প্রশংসায় সুরেশ রায়না

এই টুর্নামেন্টে ভারতীয় দলে ছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। তিনিও পাকিস্তানের বিরুদ্ধে না খেলার পক্ষে মতপ্রকাশ করেছিলেন। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলায় এবি-র প্রশংসা করেছেন রায়না। তবে তিনি একইসঙ্গে দাবি করেছেন, ভারতীয় দল যদি পাকিস্তানের বিরুদ্ধে খেলত, তাহলে তাদের বিধ্বস্ত করত। 'এক্স' হ্যান্ডলে রায়না লিখেছেন, ‘ফাইনালে কী ইনিংস খেলল এবি ডিভিলিয়ার্স! পাকিস্তানকে চুরমার করে দিল। আমরা যদি খেলতাম, তাহলে আমরাও ওদের বিধ্বস্ত করে দিতাম। তবে আমরা অন্য সবকিছুর চেয়ে দেশকে সবার উপরে রাখার সিদ্ধান্ত নিই। পাকিস্তানের কোনও ম্যাচে সাহায্য না করার জন্য ইজ মাই ট্রিপ ও নিশান্ত পিট্টির প্রতি পূর্ণ শ্রদ্ধা রইল। এটাই আসল চরিত্র।’

 

 

পাকিস্তান হেরে যাওয়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উল্লাস

শনিবারের ম্যাচে ভারতীয় দল না খেললেও, ভারতের অনেক ক্রিকেটপ্রেমীই ম্যাচের দিকে নজর রেখেছিলেন। তাঁরা পাকিস্তানের হার চাইছিলেন। এবি অসাধারণ ব্যাটিং করে পাকিস্তানকে হারিয়ে দেওয়ায় খুশি হয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। তাঁরা এবি-কে ধন্যবাদ জানাচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১২০
পাকিস্তানের বিরুদ্ধে ১২০ রান করে অপরাজিত এবি ডিভিলিয়ার্স
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান এবি ডিভিলিয়ার্সের।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!
আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?