
India A vs Australia A: দেশের মাটিতে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিরিজে ভারতীয় এ দলের অধিনায়ক নির্বাচিত হলেন তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দু'টি একাধিক দিনের ম্যাচ খেলবে ভারতীয় এ দল। ১৬ সেপ্টেম্বর লখনউয়ে (Lucknow) শুরু হচ্ছে সিরিজ। এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে সুযোগ পাননি শ্রেয়াস। নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্ট ও আইপিএল-এ (IPL 2025) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়াস। এই কারণে অনেকেই আশা করছিলেন, টি-২০ ফর্ম্যাটে হতে চলা এশিয়া কাপে শ্রেয়াসকে ভারতীয় দলে রাখা হবে। কিন্তু এই তারকা ব্যাটার এশিয়া কাপে খেলার সুযোগ পেলেন না। তিনি আবার কবে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে শেষবার ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পান শ্রেয়াস। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচে খেলার পর থেকে আর ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে খেলার সুযোগ পাননি এই তারকা ব্যাটার। ২০২৪-২৫ মরসুমে মুম্বইয়ের (Mumbai) হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024-25) অসাধারণ পারফরম্যান্স দেখান শ্রেয়াস। সাত ইনিংসে ৬৮.৫৭ গড়ে ৪৮০ রান করেন তিনি। এর মধ্যে জোড়া শতরান ছিল। কিন্তু তারপরেও টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ পাননি শ্রেয়াস। অক্টোবরে অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পেতে পারেন শ্রেয়াস।
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে একাধিক দিনের ম্যাচ খেলার পাশাপাশি তিনটি ৫০ ওভারের ম্যাচও খেলবে ভারতীয় এ দল। এই ম্যাচগুলি হবে ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর। তিনটি ম্যাচই হবে কানপুরে (Kanpur)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।