নবম দিনে ভারতের ঝুলিতে আসতে পারে কতগুলি পদক, দেখে নিন সম্পূর্ণ ক্রীড়া সূচি

Published : Aug 06, 2022, 02:11 PM IST
নবম দিনে ভারতের ঝুলিতে আসতে পারে কতগুলি পদক, দেখে নিন সম্পূর্ণ ক্রীড়া সূচি

সংক্ষিপ্ত

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) অষ্টম দিনে দিনে কুস্তিতে ৩টি সোনা সহ ৬টি পদক জিতেছে ভারতীয় কুস্তিগীররা (Indian Wrestler)। দেখে নিন নবম দিনে ভারতীয় দলের (Indian Team) পুরো সূচি। 

কমনওয়েলথ গেমস ২০২২-এর  অষ্টম দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। প্রতিযোগিতার অষ্টম দিনে ভারতীয় কুস্তিগীরদের জয়জয়কার। একদিনে ৬টি পদক এসেছে ভারতের  ঝুলিতে। ৩টি সোনা, একটি রুপো ও দুটি ব্রোঞ্জ। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় মোট ২৬টি পদক জিতেছে ভারতীয় দল। প্রতিযোগিতার নবম দিনে মেয়েদের ক্রিকেট ও ছেলেদের হকিতে যেমন রয়েছে পদক নিশ্চিৎ করার সুযোগ। ঠিক তেমনই বক্সিং, কুস্তি, টেবিল টেনিস সহ একাধিক খেলায় রয়েছে পদক জয়ের হাতছানি। নবম দিনে ভারতীয় দলের প্রতিটি খেলায় সাফল্য কামনায় গোটা দেশ। 

কমনওয়েলথ গেমসের নবম দিনে এক ঝলকে ভারতের সূচি-

ক্রিকেট-
ভারত বনাম ইংল্যান্ড মহিলাদের টি-টোয়েন্টি সেমিফাইনাল- বিকেল সাড়ে ৩টে

হকি-
দক্ষিণ আফ্রিকার বনাম ভারত পুরুষ দলের সেমিফাইনাল - রাত ১০টা ৩০

ব্যাডমিন্টন-
মহিলাদের ডাবলস কোয়ার্টার ফাইনাল: ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ

মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল: পিভি সিন্ধু

পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল: কিদাম্বি শ্রীকান্ত


কুস্তি (দুপুর ৩টে থেকে শুরু)-
পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি কোয়ার্টার ফাইনাল: রবি কুমার

পুরুষদের ফ্রিস্টাইল ৯৭ কেজি কোয়ার্টার ফাইনাল: দীপক নেহরা

মহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি কোয়ার্টার ফাইনাল: পূজা সিহাগ

মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি - নর্ডিক সিস্টেম ম্যাচ ৩: ভিনেশ ফোগাট

মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি - নর্ডিক সিস্টেম ম্যাচ ৩: পূজা গেহলট

পুরুষদের ফ্রিস্টাইল ৭৪ কেজি ১/৮ ফাইনাল: নবীন


মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি - নর্ডিক সিস্টেম ম্যাচ ২: ভিনেশ ফোগট

মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি - নর্ডিক সিস্টেম ম্যাচ ১: পূজা গেহলট -বেলা ৩টে

মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি - নর্ডিক সিস্টেম ম্যাচ ৬: ভিনেশ ফোগট

বক্সিং-
মহিলাদের মিনিমাম ওজন (৪৫কেজি-৪৮ কেজি) সেমিফাইনাল: নিতু - বেলা ৩টে

পুরুষদের ফ্লাইওয়েট (৪৮কেজি-৫১ কেজি) সেমিফাইনাল: অমিত পাঙ্গাল- বেলা ৩টে ৩০

মহিলাদের লাইট ফ্লাইওয়েট (৪৮ কেজি-৫০ কেজি) সেমিফাইনাল: নিখাত জারিন

মহিলাদের লাইটওয়েট (৫৭ কেজি-৬০ কেজি): জেসমিন- রাত ৮টা

পুরুষদের ওয়েল্টারওয়েট (৬৩.৫কেজি-৬৭ কেজি): রোহিত টোকাস - দুপুর ১২টা ৪৫

সুপার হেভিওয়েট (৯২ কেজির বেশি): সাগর- মাঝরাত ১টা ৩০

অ্যাথলেটিক্স এবং প্যারা অ্যাথলেটিক্স-
মহিলাদের শট পুট ফাইনাল: পুনম শর্মা, শর্মিলাম, সন্তোষ- দুপুর ২টো ৫০

মহিলাদের ১০,০০০ মিটার রেস ওয়াকের ফাইনাল: প্রিয়াঙ্কা, ভাবনা জাট- বেলা ৩টে

পুরুষদের ৩.০০০ মিটার স্টিপলচেজ ফাইনাল: অবিনাশ সাবল- বিকেল ৪টে ২০

মহিলাদের ৪x১০০ মিটার রিলে রাউন্ড ১- হিট ১: হিমা দাস, দ্যুতি চাঁদ, শ্রবাণী নন্দা, এনএস সিমি- বিকাল ৪টে ৪৫

মহিলাদের হ্যামার থ্রো-র ফাইনাল: মঞ্জু বালা- রাত ১১টা ৩০

পুরুষদের ৫,০০০ মিটার ফাইনাল: অবিনাশ সাবলে - মাঝরাত ১২টা ৪০

টেবিল টেনিস এবং প্যারা টেবিল টেনিস-
মহিলাদের ডাবলস রাউন্ড অফ ১৬: আকুলা শ্রীজা/রিথ টেনিসন- দুপুর ২টো

মহিলাদের ডাবল রাউন্ড অফ ১৬: মানিকা বাত্রা/দিয়া পরাগ চিতালে- দুপুর ২টো

মিক্সড ডাবলসে সেমিফাইনাল: অচন্ত শরথ কমল/আকুলা শ্রীজা- সন্ধ্যে ৬টা

পুরুষদের সিঙ্গলস ক্লাস ৩-৫ ব্রোঞ্জ পদক ম্যাচ: রাজ অরবিন্দন আলাগার- সন্ধ্যে ৬টা ১৫

মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫ ব্রোঞ্জ পদক ম্যাচ: সোনালবেন প্যাটেল- মাঝরাত ১২টা ১৫

মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫ স্বর্ণপদক ম্যাচ: বাহভিনা প্যাটেল - মাঝরাত ১টে

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে