জ্যাভলিনে জোড়া পদক ভারতের, রূপো জিতলেন দেবেন্দ্র ঝাঝারিয়া, ব্রোঞ্জ সুন্দর সিং গুরজার

টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে জোড়া সাফল্য ভারতের ঝুলিতে। রূপো জিতলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। ব্রোঞ্জ জিতলেন সুন্দর সিং গুরজার
 

Asianet News Bangla | Published : Aug 30, 2021 4:46 AM IST / Updated: Aug 30 2021, 10:52 AM IST

টোকিও প্যারালিম্পিক্সে অব্যাহত ভারতের বিজয় রথ। রবিবার ক্রীড়া দিবসে ভারতের ঝুলিতে এসেছিল তিনটি পদক। আর সোমবার সকাল সকাল আরও চারটি পদক পেল ভারতীয় অ্যাথলিট। শুটিংয়ে অবনী লেখারার সোনা ও ডিস্কাস থ্রোয়ে রূপো জয়ের পর, জ্যাভেলিন থ্রোয়ে একই ইভেন্টে জোড়া পদক পেল ভারত। জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতলেন ভারতীয় তারকা দেবেন্দ্র ঝাঝারিয়া। সেই ইভেন্টেই  সুন্দর সিংহ গুরজার ব্রোঞ্জ এনে দিলেন ভারতকে।

৬২.৫৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে ফাইনাল শুরু করেন দেবেন্দ্র ঝাঝারিয়া। তৃতীয় প্রয়াসেই ৬৪.৩৫ মিটার ছুঁড়ে ব্যক্তিগত রেকর্ড ভেঙে দেন। চতুর্থ ও পঞ্চম থ্রো ফাউল হয়। ষষ্ঠ প্রয়াসে ৬১.২ মিটার জ্যাভেলিন ছোঁড়েন দেবেন্দ্র। নিজের তৃতীয় প্রয়াসের সৌজন্যেই টোকিও প্যারালিম্পিক্সে রূপো জয় নিশ্চিৎ করেন ভারতীয় প্যারা অ্যাথলিট। এর আগে ২০০৪ সালে এথেন্সে ও ২০১৬ সালে রিও-তে সোনা জিতেছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। টোকিওতে রূপো জিতে নজির সৃষ্টি করলেন তিনি।

 

 

ফাইনালে দেবেন্দ্র মতই দুরন্ত লড়াই করে তৃতীয় স্থান অর্জন করলেন অপর ভারতীয় প্যারা অ্যাথলিট সুন্দর সিং গুরজার। নিজের পঞ্চম প্রয়াসে ৬৪.০১ মিটার ছুঁড়ে ব্রোঞ্জয় জয় নিশ্চিৎ করেন তিনি। প্যারালিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন পূরণ হওয়ায় খুশি সুন্দর। সোনা হাতছাড়া হলেও, একই ইভেন্টে ভারত জোড়া পদক জিতে অনন্য় নজির সৃষ্টি করলেন। 

 

 

টোকিও প্যারালিম্পিক্সে রবিবার ও সোমবার ২ দিনে এখনও পর্যন্ত ৭টি পদক জিতল ভারতীয় দল। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় অ্যাথলিটরা। শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারতীয় দলের একের পর এক সাফল্যে খুশি গোটা দেশ।

Share this article
click me!