স্বাধীনতা দিবসে দেশকে উপহার, ১৮ বছর পর ভারতকে সোনা জেতালেন দীপক

  • স্বাধীনতা দিবসে দেশকে উপহার দিলেন দেশেরই ছেলে দীপক পুনিয়া
  • ১৮ বছর পর দেশকে সোনা জেতালেন দীপক
  • জুনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৮৬ কেজি বিভাগে সোনা জিতেছেন তিনি
  • সিনিয়র দলে জায়গা পাকা করে নিয়েছেন ১৯ বছরের দীপক
     

debojyoti AN | Published : Aug 15, 2019 10:16 AM IST

৭৩ তম স্বাধীনতা দিবসে দেশকে অনন্য এক উপহার দিলেন দেশেরই ছেলে দীপক পুনিয়া। দেশ স্বাধীনের দিন এর থেকে পাওয়া ভালো উপহার আর কিছু হতে পারে না।  জুনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ১৮ বছর পর দেশকে সোনা জেতালেন দীপক। বছর ঊনিশের এই যুবক ঐতিহাাসিক এই দিনে দেশের নাম উজ্জ্বল করেছে সারা বিশ্বের দরবারে।

এবার সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ভারতীয় দল। কাজাখস্তানে অনুষ্ঠিত হবে খেলা। সেই দলে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন ১৯ বছর বয়সী দীপক। জুনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৮৬ কেজি বিভাগে সোনা জিতেছেন এই যুবক। রাশিয়ার এলিক সুবুজুকোবকে হারিয়ে দেশকে শীর্ষে নিয়ে গেছেন তিনি। তবে ফাইনালের লড়াইটা একেবারেই সহজ ছিল না দীপকের জন্য। 

গত বছর জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন দীপক। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আর রূপো নয় একবারে সোনা উপহার দিলেন দেশকে। সঙ্গে সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের ৮৬ কেজি বিভাগে খেলবেন দীপক। বৃহস্পতিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-এর তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে দীপক পুনিয়া-কে।

Share this article
click me!