স্বাধীনতা দিবসে দেশকে উপহার, ১৮ বছর পর ভারতকে সোনা জেতালেন দীপক

  • স্বাধীনতা দিবসে দেশকে উপহার দিলেন দেশেরই ছেলে দীপক পুনিয়া
  • ১৮ বছর পর দেশকে সোনা জেতালেন দীপক
  • জুনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৮৬ কেজি বিভাগে সোনা জিতেছেন তিনি
  • সিনিয়র দলে জায়গা পাকা করে নিয়েছেন ১৯ বছরের দীপক
     

৭৩ তম স্বাধীনতা দিবসে দেশকে অনন্য এক উপহার দিলেন দেশেরই ছেলে দীপক পুনিয়া। দেশ স্বাধীনের দিন এর থেকে পাওয়া ভালো উপহার আর কিছু হতে পারে না।  জুনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ১৮ বছর পর দেশকে সোনা জেতালেন দীপক। বছর ঊনিশের এই যুবক ঐতিহাাসিক এই দিনে দেশের নাম উজ্জ্বল করেছে সারা বিশ্বের দরবারে।

এবার সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ভারতীয় দল। কাজাখস্তানে অনুষ্ঠিত হবে খেলা। সেই দলে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন ১৯ বছর বয়সী দীপক। জুনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৮৬ কেজি বিভাগে সোনা জিতেছেন এই যুবক। রাশিয়ার এলিক সুবুজুকোবকে হারিয়ে দেশকে শীর্ষে নিয়ে গেছেন তিনি। তবে ফাইনালের লড়াইটা একেবারেই সহজ ছিল না দীপকের জন্য। 

Latest Videos

গত বছর জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন দীপক। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আর রূপো নয় একবারে সোনা উপহার দিলেন দেশকে। সঙ্গে সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের ৮৬ কেজি বিভাগে খেলবেন দীপক। বৃহস্পতিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-এর তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে দীপক পুনিয়া-কে।

Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি