স্বাধীনতা দিবসে দেশকে উপহার, ১৮ বছর পর ভারতকে সোনা জেতালেন দীপক

Published : Aug 15, 2019, 03:46 PM IST
স্বাধীনতা দিবসে দেশকে উপহার, ১৮ বছর পর ভারতকে সোনা জেতালেন দীপক

সংক্ষিপ্ত

স্বাধীনতা দিবসে দেশকে উপহার দিলেন দেশেরই ছেলে দীপক পুনিয়া ১৮ বছর পর দেশকে সোনা জেতালেন দীপক জুনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৮৬ কেজি বিভাগে সোনা জিতেছেন তিনি সিনিয়র দলে জায়গা পাকা করে নিয়েছেন ১৯ বছরের দীপক  

৭৩ তম স্বাধীনতা দিবসে দেশকে অনন্য এক উপহার দিলেন দেশেরই ছেলে দীপক পুনিয়া। দেশ স্বাধীনের দিন এর থেকে পাওয়া ভালো উপহার আর কিছু হতে পারে না।  জুনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ১৮ বছর পর দেশকে সোনা জেতালেন দীপক। বছর ঊনিশের এই যুবক ঐতিহাাসিক এই দিনে দেশের নাম উজ্জ্বল করেছে সারা বিশ্বের দরবারে।

এবার সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ভারতীয় দল। কাজাখস্তানে অনুষ্ঠিত হবে খেলা। সেই দলে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন ১৯ বছর বয়সী দীপক। জুনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৮৬ কেজি বিভাগে সোনা জিতেছেন এই যুবক। রাশিয়ার এলিক সুবুজুকোবকে হারিয়ে দেশকে শীর্ষে নিয়ে গেছেন তিনি। তবে ফাইনালের লড়াইটা একেবারেই সহজ ছিল না দীপকের জন্য। 

গত বছর জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন দীপক। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আর রূপো নয় একবারে সোনা উপহার দিলেন দেশকে। সঙ্গে সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের ৮৬ কেজি বিভাগে খেলবেন দীপক। বৃহস্পতিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-এর তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে দীপক পুনিয়া-কে।

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: মেসির কলকাতা সফরের প্রদর্শনী ম্যাচ খেলিয়ে বিপত্তি! রেফারি এবং ম্যাচ কমিশনারদের শাস্তি
IND vs NZ T20: দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারত, ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ড?