অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ কলকাতায়, যুবভারতীতে পরিদর্শনে করে গেলেন ফিফা কর্তারা

Anirban Sinha Roy |  
Published : Nov 27, 2019, 09:10 PM IST
অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ কলকাতায়, যুবভারতীতে পরিদর্শনে করে গেলেন ফিফা কর্তারা

সংক্ষিপ্ত

যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করলো ফিফা ফিফার তরফ থেকে পাঠানো হয়েছিল ৭ সদস্যের দল দুদিন ধরে কলকাতা মাঠের পরিদর্শন ফিফা কর্তাদের যুবভারতীর পরিকাঠামো দেখে খুশি ফিফার সদস্যরা

সব কিছু ঠিক ঠাক চললে আর এক বছরেরও কম সময়ের অপেক্ষা। ফের একবার কলকাতা ও ভারতে বসতে চলেছে ফিফা বিশ্বকাপের আসর। অতীতে অনূর্ধ্ব ১৮ বিশ্বকাপের পর এবার কলকাতা ও ভারতে হবে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ। ২০২০ সালের নভেম্বর মাসেই খেলা পরবে কলকাতায়। সেই কারণে মঙ্গলবার ও বুধবার কলকাতার যুবভারতীয় ক্রীড়াঙ্গন ও কলকাতার বেশ কিছু জিনিস পরিদর্শন করে গেলেন ফিফার ৭ সদস্যের টিম। ফিফার তরফ থেকে ৭ সদস্যের দলের প্রধান হয়ে কলকাতা পরিদর্শনে এসেছিলেন অলিভার ভোগট।

আরও পড়ুন, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পেলেন ভারতের জ্যোতি ও অভিষেক

কলকাতা পরিদর্শন করে ফিফার এই সদস্যদের তরফে জানানো হয়, 'আমারা দুদিন ধরে সব কিছু পরিক্ষা করে দেখেছি। এই স্টেডিয়াম ইতিমধ্যেই একটি অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন করেছে। তাই এই মাঠ নিয়ে কোনও সমস্যা নেই। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন দারুণ একটা মাঠ। তাই এই মাঠে সব রকমের আয়োজন আছে। আলাদা করে কিছু দরকার পরবে না। পরিবেশ থেকে শুরু করে সব কিছু ঠিক ঠাক আছে।'

আরও পড়ুন, রান না পেলেই বিস্ময়কর হয়ে ওঠেন স্টিভ স্মিথ, নিজেকেই করেন শারীরিক নির্যাতন

মাঠ পরিদর্শনের পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন ফিফার সদস্যরা। তাঁর সঙ্গে বৈঠকে সব কিছু শেষ বারের মতন কথা বলে সব কিছু আরও একবার নিশ্চিত করে নিয়েছে ফিফা। এই বিষয় নিয়ে স্থানিয় ডিরেক্টর রোমা খান্না এই বিষয় নিয়ে জানান, 'বাংলায় ফের একটা বড় জিনিস হতে চলেছে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে কলকাতা। ২০১৭তে আমরা সফল হয়েছিলাম। এবার মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ হতে চলেছে। সেটাও সফল ভাবে আয়োজন করবে কলকাতা।'

PREV
click me!

Recommended Stories

ফের অলিম্পিক্সে পদকের লক্ষ্যে লড়াই করতে চান, অবসর ভেঙে কুস্তিতে ফিরছেন ভিনেশ ফোগট
T20 World Cup Tickets Booking: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়! কীভাবে বুক করবেন?