Argentina vs Brazil: নিজেদের দেশে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। লিওনেল মেসিরা গ্রুপের শীর্ষে থেকেই ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলেন।
Argentina vs Brazil: ম্যাচের আগেই সুখবর এসে গিয়েছিল। উরুগুয়ে ও বলিভিয়ার (Uruguay vs Bolivia) ম্যাচ ড্র হয়ে যাওয়ায় ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন (2026 FIFA World Cup Qualifiers CONMEBOL) করে আর্জেন্টিনা (Argentina)। ফলে ঘরের মাঠে ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে ম্যাচ নেহাতই নিয়মরক্ষার ছিল। সেই ম্যাচে ৪-১ জয় পেল আর্জেন্টিনা। এই ম্যাচে খেলেননি বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। তাঁকে ছাড়াই বড় ব্যবধানে জয় পেল বিশ্বচ্যাম্পিয়নরা। দুর্দান্ত পারফরম্যান্স দেখাল লিওনেল স্কালোনির (Lionel Scaloni) দল। অ্যাওয়ে ম্যাচে দাঁড়াতেই পারল না ব্রাজিল। ম্যাচের আগে গোল করে দলকে জেতানোর হুঙ্কার ছেড়েছিলেন ব্রাজিলের তারকা রাফিনহা। কিন্তু তিনি নিজে যেমন গোল পেলেন না, তেমনই তাঁর দলও হেরে গেল।
আর্জেন্টিনার কাছে হেরে চাপে ব্রাজিল
লাতিন আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১৪ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট পেয়ে শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে, ১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে নেমে গেল ব্রাজিল। বুধবার ভারতীয় সময় অনুযায়ী ভোরে এই ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪ মিনিটে প্রথম গোল করেন জুলিয়ান আলভারেজ। এরপর ১২ মিনিটে দ্বিতীয় গোল করেন এনজো ফার্নান্ডেজ। ২৬ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান ম্যাথিয়াস কুনহা। এরপর ৩৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান গিলিয়ানো সিমিওনে।
সপ্তম দেশ হিসেবে বিশ্বকাপে আর্জেন্টিনা
২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই তিন দেশ সরাসরি বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে। প্রথম দেশ হিসেবে যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে জাপান। এরপর ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড। এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে ইরান। এবার আর্জেন্টিনাও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল। ব্রাজিলও নিশ্চিতভাবেই বিশ্বকাপের মূলপর্বে খেলবে। তবে এই মুহূর্তে চাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।