IND vs BAN AFC Asian Qualifiers: একটি গোলও হল না গোটা ম্যাচে! বাংলাদেশের বিরুদ্ধে ড্র ভারতের

Published : Mar 25, 2025, 09:02 PM ISTUpdated : Mar 25, 2025, 10:04 PM IST
INDIA VS BANGLADESH

সংক্ষিপ্ত

বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল না ভারত। খেলা শেষ হল গোলশূন্য অবস্থায় (IND vs BAN)। 

IND vs BAN AFC Asian Qualifiers: এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, শিলং-এর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত বনাম বাংলাদেশ। আর সেই ম্যাচে একটিও হল এল না। খেলা শেষ হল গোলশূন্য অবস্থাতেই। 

শিলংয়ের যে মাঠে মালদ্বীপকে কয়েকদিন আগেই ভারত হারিয়েছিল, ঠিক সেই মাঠেই এবার বাংলাদেশের বিরুদ্ধে জিততেই পারল না ভারতীয় ফুটবল দল। চেনা গেল না। ফিফা ক্রমতালিকায় অনেকটাই নিচে থাকা বাংলাদেশের বিরুদ্ধে কোনওরকমে ড্র করল ভারত। যে কয়েকটি সুযোগ এসেছিল, সেগুলিও কার্যত, নষ্ট করলেন সুনীলরা। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচ ভারত গোলশূন্য অবস্থাতে শেষ করল (INDIA vs BANGLADESH football match 2025)। 

পরিষ্কার ভাষায় বলতে গেলে, ছন্নছাড়া ফুটবলে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল হল মানোলো মারকুয়েজের ছেলেরা। এদিন ম্যাচের শুরু থেকে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করলেও কিছুতেই যেন পেরে উঠছিল না ভারত। যদিও খেলার ৩০ মিনিটে, লিস্টনের ক্রস থেকে জোরালো হেড করেন উদান্তা সিং। কিন্তু সেই হেড প্রতিহত হলে ফিরতি বল পান ফারুখ। তবে গোল করতে পারেননি তিনি। আবারও একটি সহজ সুযোগ নষ্ট।

অন্যদিকে, প্রথমার্ধের ৪১ মিনিটে, বাংলাদেশের হামজার ক্রস ধরে বক্সে ঢোকেন জনি। তবে সেই কঠিন পরিস্থিতি রুখে দেন বিশাল। এ বার কোনও ভুল করেননি তিনি। এরপর আর কোনও দলই সেইভাবে পজিটিভ সুযোগ তৈরি করতে পারেনি ((INDIA vs BANGLADESH AFC Asian Cup Qualifiers LIVE)। 

দ্বিতীয়ার্ধে দুই উইং ধরে ভারত লাগাতার আক্রমণ শুরু করে। ম্যাচের ৫৫ মিনিটে, বাঁ-প্রান্ত থেকে লিস্টনের বিষাক্ত ক্রসে হেড করে বল জালে জড়াতে পারেননি সুনীল। তার কিছুক্ষণ পর বাংলাদেশও সুযোগ নষ্ট করে। তবে তারপরেও সুযোগ আসে সুনীলের কাছে। কিন্তু তাঁর শট বারপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। তবে খেলার ৬৮ মিনিটে, হেড মিস করেন শুভাশিস। নিঃসন্দেহে, এদিন ডিফেন্স লাইনে বাড়তি সামলেছেন তিনি। 

কিন্তু ম্যাচের ৮৩ মিনিটের মাথায় পেনাল্টি বক্সে অরক্ষিত অবস্থায় বল পেয়ে যান সুনীল। কিন্তু তাঁর হেড বাইরে যায়। তারপরেই সুনীলকে তুলে নেন কোচ। ম্যাচের একেবারে শেষদিকে বিশাল গুরুত্বপূর্ণ সেভটি না করলে, মুখ পুড়ত ভারতের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?