AFC Asian Cup 2023: কখন, কীভাবে দেখা যাবে এএফসি এশিয়ান কাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ?

শনিবার শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপে ভারতের অভিযান। গ্রুপ বি-তে প্রথম ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। সুনীল ছেত্রীদের লড়াই অত্যন্ত কঠিন। তবে লড়াই করতে তৈরি ভারতীয় দল।

Soumya Gangully | Published : Jan 12, 2024 4:27 PM IST / Updated: Jan 12 2024, 10:36 PM IST

পঞ্চমবার এএফসি এশিয়ান কাপ খেলছে ভারতীয় দল। শনিবার প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে আছে অস্ট্রেলিয়া। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছে অস্ট্রেলিয়া। লিওনেল মেসিদের বিরুদ্ধে লড়াই করে সকারুজরা। ফলে ভারতীয় দলের লড়াই অত্যন্ত কঠিন। তবে লড়াই করতে তৈরি সুনীল ছেত্রী, সাহাল আবদুল সামাদরা। ভারতের সঙ্গে গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া ছাড়াও আছে সিরিয়া ও উজবেকিস্তান। অস্ট্রেলিয়া অনেক এগিয়ে থাকলেও, উজবেকিস্তানের সঙ্গে ভারতীয় দলের ফারাক খুব বেশি নয়। সিরিয়ার বিরুদ্ধে জয় পেতে পারে ভারত। উজবেকিস্তানের সঙ্গে ড্র করলে এবং সিরিয়াকে হারাতে পারলে নক-আউটে পৌঁছতে পারবে ভারতীয় দল। সেই লক্ষ্যেই এগোচ্ছেন ভারতের প্রধান কোচ ইগর স্টিম্যাচ।

কীভাবে দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ?

Latest Videos

শনিবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। এই ম্যাচ হবে কাতারের আল-রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে। এরপর ১৮ জানুয়ারি গ্রুপে ভারতের দ্বিতীয় ম্যাচ উজবেকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচও হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে। ভারত-উজবেকিস্তান ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী ১৮ জানুয়ারি রাত ৮টায়। ২৩ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ হবে আল-খোরের আল-বাইত স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫টায়। টেলিভিশনে এএফসি এশিয়ান কাপে ভারতের ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে। মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ, ট্যাবে ম্যাচ দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।

এএফসি এশিয়ান কাপে ভারতের পুরো দল

এএফসি এশিয়ান কাপে ভারতীয় দলে আছেন- অমরিন্দর সিং, গুরপ্রীত সিং, বিশাল কাইথ, আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাউইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সাহাল আবদুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, উদান্তা সিং, ঈশান পণ্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কান্নলি প্রবীণ, সুনীল ছেত্রী ও বিক্রম প্রতাপ সিং।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

AFC Asian Cup 2023: শনিবার এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই, তৈরি সুনীল ছেত্রীরা

Kalinga Super Cup: ইস্টবেঙ্গলে আসছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার যুব দলে খেলা ইয়াগো ফালকে সিলভা?

Mohun Bagan Super Giant: ১০ জনে খেলেও শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে জয় মোহনবাগান সুপার জায়ান্টের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চলছে জোরকদমে! এবার Mithakhali-তে দেখা যাবে America-র নীলকন্ঠ মন্দির!
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
'ডাক্তারদের নয়, দুর্নীতিগ্রস্থদের নিরাপত্তা নিয়ে ব্যাস্ত এই সরকার' Subarna Goswami | RG Kar Protest
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন